ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে রেল ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। গতকাল বুধবার দুপুর ১২টা থেকে রাজশাহী নগরের ভদ্রা এলাকায় রেলপথ অবরোধ করে রাখে। এতে করে তিনটি ট্রেন আটকা পড়ে যায়। ফলে কার্যত রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে।

গতকাল দুপুরে কারিগারি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে রাজশাহী পলিটেকনিক ইন্সটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ভদ্রা মোড়ে যান। এরপর শিক্ষার্থীদের একাংশ সড়কের একাংশ অবরোধ করে বসে পড়েন। অপর একটি অংশ রেললাইনে আগুন জ্বালিয়ে রেলপথ অবরোধ করেছেন। দুপুর আড়াইটা পর্যন্ত রেলপথ অবরোধ করে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধভাবে দেওয়া পদোন্নতির রায় বাতিল করা; ‘ক্রাফট ইন্সট্রাক্টর’ পদবি পরিবর্তন করে মামলার সংশ্লিষ্ট ব্যক্তিদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা, ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল করা ও উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের (দশম গ্রেড) পদ ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং ও মনোটেকনোলজি (সার্ভেয়িং) পাসকৃত শিক্ষার্থীদেরই নিয়োগ দেয়া। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, দীর্ঘদিন ধরে নানামুখী অনিয়ম, বৈষম্য ও অদূরদর্শী নীতির কারণে এ খাতে মেধাবী শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে এবং দেশের জন্য প্রয়োজনীয় দক্ষ জনবল তৈরিতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে হবে।

সংঘর্ষে আহত বিএনপি কর্মীর মৃত্যু : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত বিএনপি কর্মী মকবুল হোসেন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত মঙ্গলবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মকবুল হোসেন উপজেলার দেলুয়াবাড়ি ইউনিয়নের আমগ্রাম গ্রামের বাসিন্দা ছিলেন।

সোমবার বিকেলে বিয়ের দাবিতে এক নারীর অবস্থানকে কেন্দ্র করে স্থানীয়ভাবে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। মকবুলের স্বজনরা জানান, ওই সময় ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন।