সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা উচ্চ বিদ্যালয়ের এক পরীক্ষার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার অভিযোগ পাওয়া গেছে। মামলার নেপথ্যে রাজনীতি থাকায় ওই শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা হুমকির মধ্যে পড়েছে। শিক্ষার্থীর নাম রাহাত আলী। এলাকার মানুষ এবং কলেজের শিক্ষকরা বলছেন মানিককোনা উচ্চ বিদ্যালয়টি সম্পূর্ন রাজনীতি মুক্ত হওয়ায় শিক্ষার্থীকে রাজনৈতিক রং দেওয়াটা দু:খজনক। এবং শিক্ষার্থীর পরীক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সব কিছু করা হবে বলেও জানিয়েছেন প্রিন্সিপাল। মামলাটিতে রাজনৈতিক ইন্ধন থাকায় থানা পুলিশের পক্ষ থেকেও হয়রাণি করা হচ্ছে বলে ভূক্তভোগী শিক্ষার্থীর স্বজনদের অভিাযোগ। আদালত থেকে জামিন নিয়ে ওই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।
সম্প্রতি সরেজমিনে মানিককোনা উচ্চ বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। কলেজের প্রিন্সিপাল সেলিম উদ্দিন এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে জানান, মানিককোনা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকেই রাজনীতিমুক্ত। শিক্ষার্থীর মধ্যে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে মামলা অত্যন্ত দু:খজনক। এছাড়া তাকে ছাত্রলীগ বানানোর চেষ্টা করা হচ্ছে। ছাত্রলীগতো এখন নিষিদ্ধ সংগঠন।
ফেঞ্চুগঞ্জ থানার ১০ এপ্রিল দায়ের করা মামলা নস্বর- ৪ এর এজাহার থেকে জানা যায়, সামান্য মারামারিকে কেন্দ্র করে ফেঞ্চুগঞ্জ বিএম কলেজের ছাত্রদল সভাপতি মো. তাশরীফ শাহ এইচএসসি পরীক্ষার্থী রাহাত আলীসহ আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করে। মামলার করার সাথে সাথে পুলিশ পরীক্ষার্থীদের হয়রাণি শুরু করে। অবিভাবকরা এতে দিশেহারা হয়ে আদালত থেকে জামিন নিয়ে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্খা করে।
এলাকাবাসী বলছেন ছোট একটি ঘটনা নিয়ে শিক্ষক কিংবা এলাকাবাসী বসলেই সমাধান হয়ে যেতো। কিন্তু তাতে রাজনৈতিক রং দেওয়ার কারণে এইচএসসি পরীক্ষার্থী ছেলেরা হয়রাণির শিকার হচ্ছে।