ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয় উপলক্ষে আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশের অগ্রপথিক শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ছাত্রশিবির ইবি শাখার নেতৃবৃন্দ।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫.৩০ কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার কয়া ইউনিয়নে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, ইবি শাখা ছাত্রশিবির সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মু. মাহমুদুল হাসান, সেক্রেটারি ইউসুফ আলী, কুষ্টিয়া শহর সভাপতি আবু ইউসুফ, কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন শহীদ আবরার ফাহাদের সম্মানিত পিতা জনাব বরকত উল্লাহ।
শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “আমরা আজ এখানে দাঁড়িয়েছি একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিক্ষার্থীদের অভূতপূর্ব বিজয়ে শহীদ আবরার ফাহাদকে, যিনি আমাদের নতুন বাংলাদেশের অগ্রপথিক। আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, একটি আদর্শ, একটি চেতনা। তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, নিজের জীবন দিয়ে তৈরি করে গেছেন নতুন বাংলাদেশের রাজপথ। রাব্বুল আলামীন আমাদের প্রিয় ভাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।”
তিনি আরো বলেন, “ডাকসুর ঐতিহাসিক বিজয় সেই সকল শিক্ষার্থীদের বিজয়, যারা আবরারের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়েছিল। এটি সেই সকল ছাত্র-ছাত্রীর বিজয়, যারা তাদের ন্যায্য দাবির পক্ষে সোচ্চার হয়েছে। এ বিজয় প্রমাণ করে, কোনো বুলেট, কোনো রক্তচক্ষু শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনকে স্তব্ধ করতে পারে না। আমরা শহীদ আবরারের সম্মানিত পিতাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার ত্যাগ ও সহনশীলতা আমাদের অনুপ্রেরণা। শহীদের রত্নগর্ভা মায়ের আন্তরিক দোয়ায় আমরা সিক্ত। আমরা বিশ্বাস করি, আবরার ফাহাদের আত্মত্যাগ বৃথা যায়নি। তার রক্তে ভেজা এই মাটি আজ আমাদের নতুন করে পথ দেখাচ্ছে। শহীদ আবরারের স্বপ্ন বাস্তবায়নে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। একটি ন্যায়ভিত্তিক, শোষণমুক্ত ও আধিপত্যবাদমুক্ত নতুন বাংলাদেশ গঠনে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।