গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর আয়োজনে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি জনাব মুহাম্মাদ ফজলুল হক নয়ন এর সভাপতিত্বে, মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর উপদেষ্টামণ্ডলীর সদস্য জনাব শাহজাহান সরকার, মো. ওমর ফারুক, মো. দুলাল মিয়া,উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে ব্যানার-ফেস্টুন নিয়ে ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই’’ ‘কোটা না মেধা, মেধা মেধা” শিক্ষা আমাদের অধিকার বৃত্তি আমার অহংকার” ‘শিক্ষা আমার অধিকার রুখবে এই সাধ্য কার’ ‘বৃত্তি নিয়ে বৈষম্য মানি না মানব না”Ñ এসব স্লোগান দিতে থাকেন।

নীলফামারী : প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের দাবীতে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। জেলা প্রশাসক কার্যালয় মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে জেলা সদরের বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক ছাড়াও অভিভাবকরা অংশ নেন।

সংগঠনের জেলা সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশ পরিচালনা করেন জেলা সচিব আজাদুল হক। অন্যান্যের মধ্যে সদর উপজেলা সভাপতি চঞ্চল চ্যাটার্জী ও সদর উপজেলা সচিব রফিকুল ইসলাম বক্তব্য দেন।

পঞ্চগড: জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই। প্রাথমিক বৃত্তিতে বৈষম্য কেন? প্রাথমিক শিক্ষা উপদেষ্টা জবাব চাই, বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেষ্টুন নিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ কিন্ডার গার্টেনকে অন্তর্ভুক্ত করার দাবীতে পঞ্চগড়ের কিন্ডার গার্টেন ও শিক্ষক কল্যাণ সংস্থার ব্যানের ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

পঞ্চগড় শহরের শহীদ মিনারের সামনে পঞ্চগড় জেলা কিন্ডার গার্টেন ও শিক্ষক কল্যাণ সংস্থার ব্যানের ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুস্ঠিত হয়। এতে পঞ্চগড় জেলার সকল কিন্ডার গার্টেন এর শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা কিন্ডার গার্টেন ও শিক্ষক কল্যান সংস্থার সভাপতি সোয়েব আলী সবুজ, সাধারণ সম্পাদক তোজাম্মেল হক,সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ, হান্নান শেখ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম শাহিনসহ প্রমুখ।