“ভবিষ্যতের বিশ্বের জন্য ডিজিটাল প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২৬ দেশের ৫১৮ জন গবেষকের অংশগ্রহণে দুই দিনব্যাপী “কম্পিউটিং, অ্যাপ্লিকেশন এবং সিস্টেম” (COMPAS 2025) শীর্ষক আন্তর্জাতিক গবেষণা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধায় কুষ্টিয়ার দিশা টিএআরসিতে সমাপনী সেশনের মাধ্যমে শেষ হয়।

সম্মেলনটি IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে এবং ইবির কেন্দ্রীয় গবেষগার, আইইইই ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ, আইসিটি বিভাগ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, ইএমবি এবং এসআইসিটির সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

প্রথমদিন সম্মেলনে কেন্দ্রীয় ল্যাবরেটরির পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

আয়োজনে জেনারেল চেয়ার হিসেবে ছিলেন আই ইইই সিএস বিডিসি চেয়ার অধ্যাপক ড. কে. এম. আজহারুল হাসান ও পাস্ট চেয়ার অধ্যাপক ড. আহসান হাবীব তারেক, টিপিসি চেয়ার হিসেবে আই ইইই এস বিডিসি ইলেক্ট চেয়ার অধ্যাপক ড. ওবাইদুর রহমান।

উভয় দিনে মূল আলোচক হিসেবে ছিলেন- অস্ট্রেলিয়ার এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ শামসুল ইসলাম, পাকিস্তানের করাচির ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্টের রেক্টর অধ্যাপক ড. তারিক রহিম সুমরো, মার্কিন যুক্তরাষ্ট্রের পারডু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইইইই, এপিএস এবং আইওটির ফেলো ড. এম মুস্তফা হুসেন, বুয়েটের অধ্যাপক ড. সোহেল রানা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক।

দ্বিতীয় দিনের সমাপনী সেশনে আইসিটি বিভাগের শিক্ষার্থী মারুফা ইয়াসমিন মিশুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কনফারেন্স জেনারেল চেয়ার আহসান হাবীব তারেক। এসময় প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) সদস্য অধ্যাপক ড. মোঃ সোহেল রহমান, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ইবি উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. এবিএম শওকত আলী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক উপস্থিত ছিলেন

অর্গানাইজিং চেয়ার অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, ‘Compas-২০২৫’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য এক ঐতিহাসিক আয়োজন। এটি আমাদের সকলের জন্য একটি বিশেষ মুহূর্ত। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো, আমরা এই স্তরের একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছি। আমাদের বিশ্ববিদ্যালয়কে বিশ্বব্যাপী গবেষণা সম্প্রদায়ের অংশ হতে দেখে আমরা সত্যিই গর্বিত। আমি আশা করি এই সম্মেলন জ্ঞান ভাগাভাগি, সংযোগ তৈরি এবং উদ্ভাবনকে অনুপ্রাণিত করার জন্য একটি প্ল্যাটফর্ম হবে। এই অনুষ্ঠানটি সহযোগিতা এবং ভবিষ্যতের গবেষণার জন্য নতুন সুযোগ তৈরি করুক যা সমাজের উপকার করবে।

আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির এ যুগে কম্পিউটার সাইন্স সংশ্লিষ্ট যে বিষয় গুলো দ্রুত পরিবর্তন হচ্ছে সেগুলোতে দক্ষতা এবং জ্ঞান অর্জনের জন্য এধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে গবেষণা কার্যক্রম এত গুরুত্বপূর্ণ কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা অত্যন্ত অগ্রসর এবং পরবর্তীতে সব ধরণের কাজ মেশিন দ্বারাই পরিচালিত হবে।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ তার বক্তব্যে IEEE-এর বৈশ্বিক ভূমিকা ও বাংলাদেশে এর অবদানের বিশেষ প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন যে IEEE কম্পিউটার সোসাইটি বাংলাদেশে প্রযুক্তি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা তরুণ প্রজন্মকে উদ্ভাবন ও মানবসেবায় উদ্বুদ্ধ করছে। তিনি এই সম্মেলনকে গবেষকদের মধ্যে জ্ঞান বিনিময়ের একটি অনন্য মাধ্যম হিসেবে আখ্যায়িত করেন, যা দেশি-বিদেশি বিজ্ঞানী ও শিক্ষার্থীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হবে। এছাড়াও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে IEEE বাংলাদেশ চ্যাপ্টার কম্পিউটার প্রযুক্তির প্রচার ও গবেষণা সংস্কৃতি বিকাশে তাদের এই মূল্যবান কাজ অব্যাহত রাখবে, যা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রযুক্তির অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

জানা যায়, সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, কোয়ান্টাম কম্পিউটিং, নেটওয়ার্ক সিকিউরিটি, ডেটা অ্যানালিটিক্স, কম্পিউটার ভিশন এবং অ্যালগরিদম ফিল্ডের উপর পেপার রিভিউ করা হয়।

এসময় বিশ্বের ২৬টি দেশের গবেষক ও শিক্ষাবিদরা অংশগ্রহণ করছে। ৭৯০টি গবেষণা প্রবন্ধ কঠোর রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে উপস্থাপনার জন্য ২৯৪টি প্রবন্ধ গৃহীত হয়েছে। যার মধ্যে থেকে ২৪০ টা পেপারকে ৬টা প্যারালাল সেশনে তিনটা অনলাইন ও তিনটা অফলাইনে ভাগ করা হয়। অনলাইন সেশনগুলো আইসিটি বিভাগের নিচতলা ও সেন্ট্রাল ল্যাবে অনুষ্ঠিত হয়। গৃহীত প্রবন্ধগুলো এক্সেপটেড এন্ড প্রেজেন্টেড গবেষণা পেপার স্কোপাস ইন্ডেক্সড এ প্রকাশ করা হবে।