DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

শিক্ষাঙ্গন

তা’মীরুল মিল্লাত মাদরাসা ঢাকায় দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকায় গতকাল রোববার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Printed Edition
millat

তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকায় গতকাল রোববার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দাখিল পরীক্ষার্থী আব্দুল্লাহ হাসিবের উপস্থাপনায় এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী।

বক্তব্য রাখেন মাওলানা ফসিহুর রহমান মুনির, মাকসুদুর রহমান মজুমদার, হাসান উজ্জামান, আশরাফুল ইসলাম, মুফতি মাওলানা শরিফুল ইসলাম, জনাব আব্দুস সামাদ, মুফতি মাওলানা মুহিউদ্দীন, মাওলানা আবুল কাসেম গাজী প্রমুখ। অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সিন্ডিকেট সদস্য ড. আব্দুল মান্নান।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের আগামী ১ মাস রমযানের সিয়াম ও দাখিল পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জন্য পরিকল্পিত রুটিন মাফিক চলার জন্য আহ্বান জানান। তিনি কুরআন ও হাদীস থেকে উদ্ধৃতি দিয়ে আগত পরীক্ষায় সফলতার পাশাপাশি আল্লাহর কাছে সফল হওয়ার শেষ রাত্রে অভিভাবক এবং ছাত্রদেরকে ধরনা দেওয়ার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।