ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির দাফনকার্যকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের আগ থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়।
দেখা যায়, টিএসসির রাজু ভাষ্কর্য এলাকা, ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়াও, টিএসসি থেকে শাহবাগ অভিমূখী রাস্তার বেশ কিছু অংশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।