সাত কলেজ সংকট

  • আজ সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে অবরোধের ডাক
  • সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ

সাত কলেজের জন্য প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে গতকাল বুধবার রাজধানী ঢাকার সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার, টেকনিক্যাল ও মহাখালীর আমতলী মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকেরা। শেষ বিকেলেও অবরোধের রেষ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। ফলে ঘরমুখো মানুষ ও অফিস ফেরত চাকরিজীবীরা চরম ভোগান্তি নিয়েই গন্তব্যে ছোটেন।

বেলা ১২টার দিকে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় অবরোধ করেন। একই সময়ে টেকনিক্যাল মোড় অবরোধ করেন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা। তাদের এ অবরোধের প্রভাবে ব্যাপক যানজট তৈরি হয় ঢাকার বিভিন্ন সড়কে। পরে বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়, তাঁতীবাজার ও মহাখালীর আমতলী মোড় অবরোধ ছেড়ে দেন। তবে সায়েন্স ল্যাবরেটরি মোড় আটকে শিক্ষার্থীরা দ্রুত অধ্যাদেশ জারির দাবি জানাতে থাকেন, যা চলে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত। এরপর আজ বৃহস্পতিবার ঢাকার তিনস্থানে অবরোধের ডাক দিয়ে সড়ক ছাড়েন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে আন্দোলনে নামা শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাবরেটরি, তাঁতীবাজার ও টেকনিক্যাল মোড়ে এ কর্মসূচি ডেকেছেন তারা। এর আগে গতকাল সন্ধ্যা পৌনে ৬টার দিকে আন্দোলনকারীদের সর্বশেষ অংশটি ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড় ছেড়ে দেয়।

এদিকে, সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে ফার্মগেট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে চরম ভোগান্তি পোহান যাত্রী ও চালকেরা।

পুলিশ ও স্থানীয় সুত্রগুলো জানায়, সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের ডাকে বেলা ১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন। দুপুর সাড়ে ১২টার দিকে মিরপুর এলাকার টেকনিক্যাল মোড়ে অবরোধ শুরু হয়। পুরান ঢাকার তাঁতীবাজার মোড় অবরোধ করা হয় দুপুর পৌনে ১২টায়। বেলা ১টার দিকে তিতুমীর কলেজের কিছু শিক্ষার্থী মহাখালী এলাকায় ১০ মিনিট সড়ক অবরোধ করেছিলেন। পরে তাঁরা সড়ক ছেড়ে দেন। বনানী থানার ওসি খালিদ মনসুর এই তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে তীব্র যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী-চালকেরা। বেলা সাড়ে তিনটার দিকে শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড় ছাড়েন বলে জানান দারুসসালাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রহিম। বেলা সোয়া ৩টার দিকে শিক্ষার্থীরা তাঁতীবাজার মোড় ছাড়েন বলে জানান বংশাল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল হোসেন।

পুলিশের নিউমার্কেট অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শওকত আলী বিকেল ৪টার দিকে সংবাদ মাধ্যমকে বলেন, ঢাকার অন্যান্য স্থান থেকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবে এসে কর্মসূচিতে যুক্ত হয়েছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশের হালনাগাদ খসড়া অনুমোদনের পাশাপাশি রাষ্ট্রপতির মাধ্যমে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

সায়েন্স ল্যাবে অবরোধের কারণে যানজটে পড়েন অনেক যাত্রী। তাঁরা গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যেতে থাকেন। তাঁদের একজনের সঙ্গে কথা হলে তিনি বলেন, তাঁর বাড়ি নোয়াখালী। গতকালই নোয়াখালী থেকে এসে যাত্রাবাড়ী নামেন। এরপর আরেকটি বাসে মিরপুরের দিকে রওনা দেন। কিন্তু যানজটে পড়ে বাস থেকে নেমে হেঁটে সামনের দিকে রওনা দেন। এ রকম আরেকজন যাত্রী ঢাকার বকশীবাজার থেকে আসছিলেন বাসে। তিনিও যানজটে পড়ে বাস থেকে নেমে হেঁটে রওনা দেন।

শিক্ষা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার জানিয়েছে, প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের পরিমার্জিত খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্তগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশাসনিক উৎকর্ষ নিশ্চিত করে খসড়াটি দ্রুত সময়ের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে (আইনি যাচাই) উপদেষ্টা পরিষদে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

তবে সাত কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজকের (বৃহস্পতিবার) মধ্যে দাবি বাস্তবায়নের ব্যত্যয় হলে শিক্ষার্থীদের কর্মসূচি চলমান থাকবে।

সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া তিতুমীর সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ছাত্র তানভীর হাসান বলেন, আমাদের আন্দোলন অনেক দিন ধরে চলছে। রাষ্ট্র আমাদের অর্ডিন্যান্স দেব দেব করে দিচ্ছে না। অর্ডিন্যান্স আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ, এখন আমাদের পরিচয়টা কী?...আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি, আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হোক।

ঢাকার এই সাত কলেজকে ঘিরে দীর্ঘদিন ধরেই সংকট চলছে। ২০১৭ সালে পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই এই সাত কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল। সরকারি কলেজগুলো হলো, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজ।

কলেজগুলো অধিভুক্তির পর থেকেই নানা সংকট তৈরি হয়। গত বছরের জানুয়ারিতে সাত কলেজকে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা করার ঘোষণা দেওয়া হয়। কিন্তু নতুন বিশ্ববিদ্যালয় চূড়ান্ত হওয়ার আগেই অধিভুক্তি বাতিল করায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

এরপর এসব কলেজ একীভূত করে সরকার নতুন একটি বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা নেয়। কিন্তু এ নিয়ে প্রস্তাবিত অধ্যাদেশের খসড়ায় (প্রথম খসড়া) থাকা কাঠামো নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা ভিন্ন ভিন্ন অবস্থান নিয়ে আন্দোলনে নামেন। এ রকম পরিস্থিতিতে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫ - এর খসড়া পরিমার্জন করে নতুন খসড়া করেছে।

নতুন খসড়া অনুযায়ী, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও কলেজগুলো তাদের বর্তমান স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য অক্ষুন্ন রেখে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত হিসেবে কার্যক্রম চালাবে। সহজভাবে বললে, এটি অনেকটাই এখনকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অধিভুক্ত কলেজগুলোর ব্যবস্থার মতোই, যদিও হুবহু অধিভুক্ত নয়।

সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ : সহপাঠী হত্যার বিচার দাবিতে ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে ফার্মগেট এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে তীব্র যানজট সৃষ্টি হয়। যানজটে আটকে চরম ভোগান্তি পোহান যাত্রী ও চালকেরা। বিকেল সোয়া ৪টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। থানা ঘেরাওয়ের কর্মসূচি দিয়ে ফার্মগেট এলাকার সড়ক ছেড়ে দেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এরপর থেকে স্বাভাবিক হতে শুরু করে ফার্মগেট ও আশপাশের এলাকার যানচলাচল।

স্থানীয় সুত্রগুলো জানায়, তেজগাঁও কলেজের ছাত্ররা তাদের সহপাঠী সাকিব হত্যার বিচারের দাবিতে সাড়ে ১১টার দিকে ইন্দিরা রোডের মূল রাস্তা এবং ইন্দিরা রোডের এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র‌্যাম্পের মুখ বন্ধ করে দেন। পরিস্থিতি সামাল দিতে ইন্দিরা রোডের মুখে গাড়ি ডাইভারশন করে বিজয় সরণির দিকে পাঠানো শুরু করে পুলিশ। পাশাপাশি এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ইন্দিরা রোডের র‌্যাম্প বন্ধ রাখতে বলা হয়।

কর্মসূচি ঘোষণা দিয়ে কলেজটির শিক্ষার্থী আবদুর রহমান রাফি বলেন, সহপাঠী সাকিবুল হাসান রানা (১৮) হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেফতারের দাবিতে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টায় তেজগাঁও থানা ঘেরাও করা হবে।

এর আগে, বেলা ২টার পর পুলিশের তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন দুপুরের দিকে। এ সময় তাঁরা সড়কে থেকে বিক্ষোভ দেখান।

গত বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮)। আহত হওয়ার চার দিন পর ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা আগেও একাধিকবার সড়কে নেমেছিলেন। গতকাল আবার নামলেন।