শিশু মেধা বিকাশে বৈষম্য চাই না

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা: “জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাই নাই” এই স্লোগান সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে অংশগ্রহণের সুযোগ না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার ব্যানারে উপজেলার তুষভান্ডার বাজারের সুপার মার্কেটের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে প্রায় দুই ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ্ জামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহীনুর রহমান, কাকিনা শান্তি নিকেতনের অধ্যক্ষ আহসানুল কবির ফিরোজসহ উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

বক্তরা বলেন, সরকার যখন দেশের সব শিশুর জন্য সমান শিক্ষা অধিকার নিশ্চিত করার কথা বলছেন। সেখানে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক বৃত্তি পরীক্ষার অংশ নেওয়া থেকে বঞ্চিত করা হচ্ছে কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষার্থীদের। এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের পরিবর্তনের দাবি জানান তিনি। একই বয়সী শিক্ষার্থীরা একই পাঠ্যসূচিতে পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করলেও শুধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেয়া হচ্ছে। ফলে শিক্ষার্থীদের সঠিক মেধা যাচাই ও মূল্যায়নের জন্য কিন্ডারগার্টেন ও বেসরকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী মেধা পরীক্ষায় অংশগ্রহণের সমান অধিকার রাখার জোরালো দাবি জানানো হয় সমাবেশ থেকে।

মানববন্ধন শেষে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ প্রদান প্রসঙ্গে স্মারক লিপি প্রদান করা হয়।

সাপাহার (নওগাঁ) পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়া, বৈষম্য ও সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নওগাঁর সাপাহার উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সাপাহার উপজেলা পরিষদের সামনে সাপাহার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বক্তারা এই সিদ্ধান্তকে বৈষম্য হিসেবে অভিহিত করে বলেন, শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া অনেক শিক্ষার্থীর মেধাবিকাশে বাধা সৃষ্টি করবে।

অ্যাসোসিয়েশনের সভাপতি ইমাম আযম একাডেমির পরিচালক কাওসার জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, “সাপাহারে প্রায় ৫ শতাধীক শিক্ষার্থী এই সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে।”

এসময় সাপাহার উপজেলার সকল কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বরাবর হস্তান্তর করা হয়।

শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন উপজেলার অন্তত ২৫০টি স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। সম্প্রতি মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি এবং আবুল প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মো. আবুল হোসেন প্রধান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এস. এম. ফরহাদ মিয়া।

চকরিয়া : চকরিয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডার গার্টেনসহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অন্তর্ভূক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় চকরিয়া আদালত এলাকার প্রধান সড়কে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এসোসিয়েশন চকরিয়া উপজেলা শাখার ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার অর্ধশতাধিক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানসহ অসংখ্য শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।

দাউদকান্দি (কুমিল্লা) : বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে কুমিল্লার দাউদকান্দিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা চত্তরে শহীদ মিনার সংলগ্ন মাঠে স্থানীয় কেজি স্কুলগুলোর শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “দেশে হাজার হাজার কিন্ডারগার্টেন বিদ্যালয়ে লক্ষ লক্ষ শিক্ষার্থী প্রাথমিক শিক্ষার আলো পাচ্ছে অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষা থাকলেও, কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীরা সেই সুযোগ থেকে বঞ্চিত। এটা চরম বৈষম্য।”

উলিপুর (কুড়িগ্রাম) : সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি উলিপুর শাখার আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ২১টি কিন্ডারগার্টেন ও বেসরকারি স্কুলের প্রায় তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, একটি উন্নত ও আধুনিক রাষ্ট্রের সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে শিক্ষা। শিক্ষা ব্যবস্থায় সবার সমান সুযোগ থাকবে, শিক্ষা হবে অধিকার, শিক্ষা হবে সর্বজনীন।

কটিয়াদী (কিশোরগঞ্জ) কিশোরগঞ্জের কটিয়াদীতে “আমার সোনার বাংলায়,বৈষম্যের ঠাই নাই” স্লোগানকে সামনে রেখে বেসরকারি স্কুল কিন্ডারগার্টেন কে বাদ দিয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার আয়োজনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

কটিয়াদী উপজেলা চত্বরে কটিয়াদী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চিরিরবন্দর (দিনাজপুর) সম্প্রতি জারিকৃত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রাথমিক বৃত্তি সংক্রান্ত পরিপত্র বাতিলের দাবিতে চিরিরবন্দর উপজেলা চত্বরে কিন্ডারগার্ডেন ও প্রাইভেট স্কুল এসোসিয়েশন এর উদ্দ্যোগে মানব বন্ধনসহ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচীর আয়োজন করা হয়।