বিজ্ঞানের নবযুগের স্বপ্নে উজ্জীবিত তরুণ প্রজন্মের সৃজনশীলতার এক অনন্য উৎসবে পরিণত হয়েছে ‘ইবনে ফিরনাস সায়েন্স ফেস্টথ২৫। চারদিনব্যাপী এই উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয় তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গী ক্যাম্পাসে।
‘তা’মীরুল মিল্লাত সায়েন্স ক্লাব -এর আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠান শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা ও বিজ্ঞানচেতনা বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার সম্মানিত উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক ডা. নাঈম তাজওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ (টাকসু)-এর ভিপি মুহাম্মদ ইকবাল কবির, জিএস সাইদুল ইসলাম সাঈদ, মাদরাসার পদার্থবিজ্ঞান প্রভাষক জনাব শাহ আলম, গণিত প্রভাষক জনাব মাজহারুল ইসলাম ও জীববিজ্ঞান প্রভাষক জনাব রোকনুজ্জামান।
এছাড়া টাকসু-এর এজিএস মঈনুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক রায়হানুল কবির, অর্থ সম্পাদক মুর্তজা হাসান ফুয়াদ, প্রচার ও মিডিয়া সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দাওয়াহ সম্পাদক আবু রায়হানসহ ছাত্র সংসদ ও সায়েন্স ক্লাবের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন টাকসু-এর বিজ্ঞান সম্পাদক শোয়াইবুর রহমান। যৌথ সঞ্চালনায় ছিলেন মিল্লাত ক্যারিয়ার কাউন্সিলের পরিচালক আরিফুল ইসলাম ও সায়েন্স ক্লাবের পরিচালক চৌধুরী আবিদ হাসান।
ফেস্টে প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, রুবিক্স কিউব প্রতিযোগিতা, ম্যাথ অলিম্পিয়াডসহ নানা আকর্ষণীয় ইভেন্টে অংশ নেয়। সমাপনী দিনে চারদিনব্যাপী ১১টি ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, ইবনে ফিরনাস সায়েন্স ফেস্ট ভবিষ্যতেও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও গবেষণামুখী মানস গঠনে অনুপ্রেরণার মশাল জ্বালিয়ে যাবে।