শিক্ষাঙ্গন
ড্যাফোডিল ইউনিভার্সিটি ছাত্রীর কৃতিত্ব
ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নুসরাত কলি পুষ্টি ও খাদ্য প্রকৌশল (Nutrition and Food Engineering) বিষয়ের উপর আন্তর্জাতিক স্কলারশিপ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মান্ডাস (Erasmus Mundus) আন্তর্জাতিক স্কলারশিপ পেয়ে তুরস্কের Gaziantep University (গাজিয়ানতেপ ইউনিভার্সিটি)তে আজ ৯ মার্চ রোববার সকাল ৮টার ফ্লাইটে রওয়ানা দিয়েছেন।

ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রী নাদিয়া নুসরাত কলি পুষ্টি ও খাদ্য প্রকৌশল (Nutrition and Food Engineering) বিষয়ের উপর আন্তর্জাতিক স্কলারশিপ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়টির প্রতিনিধি হিসেবে ইউরোপীয় ইউনিয়নের ইরাসমাস মান্ডাস (Erasmus Mundus) আন্তর্জাতিক স্কলারশিপ পেয়ে তুরস্কের Gaziantep University (গাজিয়ানতেপ ইউনিভার্সিটি)তে আজ ৯ মার্চ রোববার সকাল ৮টার ফ্লাইটে রওয়ানা দিয়েছেন।
উল্লেখ্য, নাদিয়া নুসরাত কলি দৈনিক সংগ্রামের গাজীপুর মহানগর সংবাদদাতা, গাজীপুর মহানগর সাংবাদিক ফোরামের সভাপতি, সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) এর দপ্তর ও প্রচার সম্পাদক, টঙ্গী থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টঙ্গী প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক গাযী খলিলুর রহমানের বড় মেয়ে।
নাদিয়া তাঁর এই কোর্স সুন্দর, সুষ্ঠু, সাবলীলভাবে সম্পন্ন করে ফিরে আসতে পারে, সেই জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন এবং সময়ের স্বল্পতার কারনে যাদের নিকট থেকে দোয়া নিতে পারেন নাই, তাদের নিকট আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেছেন।
নাদিয়া ও তাঁর পরিবার সকলের নিকট দোয়া কামনা করেছেন।