জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী হেলথ ক্যাম্পের শেষ দিনে স্বাস্থ্যসেবা নিতে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বৃহস্পতিবার (১৫ মে) ক্যাম্পের দ্বিতীয় ও শেষ দিনে সরেজমিন দেখা যায়, জহির রায়হান মিলনায়তনে দুপুর থেকে বিকেল পর্যন্ত বিপুল সংখ্যক শিক্ষার্থী চিকিৎসা নিতে দেখা যায়।

আয়োজকরা জানান, ‘ইম্প্যাক্ট থ্রো অ্যাকশন (আইটিএ)’ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই হেলথ ক্যাম্পে গাইনি, হৃদ্‌রোগ, চক্ষু, নিউরো, চর্ম, ডায়াবেটিস, ফিজিওথেরাপি, মুখ ও দন্তরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা পরামর্শ দিয়েছেন। এ ছাড়া আদর্শ ওজন নিরূপণ (বিএমআই), ইসিজি, আলট্রাসনোগ্রাফি, প্রস্রাব পরীক্ষা, চেস্ট, অক্সিমিটারসহ বিভিন্ন টেস্টের ব্যবস্থা রাখা হয়। শিক্ষার্থীরা এই সেবা বিনামূল্যে গ্রহণ করতে পেরে সন্তোষ প্রকাশ করেন।

IMG-20250514-WA0043(1)

ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত শাখা শিবিরের মানবাধিকার সম্পাদক রায়হান উদ্দিন বলেন, “এত অল্প সময়ে এত শিক্ষার্থীর অংশগ্রহণ আমাদেরকে অভিভূত করেছে। সবাই খুব আগ্রহ নিয়ে চিকিৎসা নিয়েছে, যা আমাদের কাজের অনুপ্রেরণা।”

এদিকে ক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থী মনোয়ার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের মধ্যে এমন মানসম্পন্ন সেবা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি। নিয়মিত এমন উদ্যোগের প্রত্যাশা করি।”

IMG20250515153610(1)

ক্যাম্প শেষে আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবককে স্বাস্থ্যসচেতনতা ও জরুরি সেবা প্রদানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা ভবিষ্যতে তাদের বাস্তব জীবনে কাজে আসবে বলে তারা আশাবাদী।