রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ক্লাস চলাকালীন কালো বোরখা পরা নারী শিক্ষার্থীদের ‘কালো কাকের’ সাথে তুলনা করার অভিযোগ উঠেছে। বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ করেন শিক্ষার্থীরা। গত বুধবার (৭ মে) মাস্টার্সের ‘বি’ গ্রুপের শিক্ষার্থীরা বিভাগের সভাপতি বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ থেকে জানা যায়, গত বুধবার সকাল ১০টায় ২০৪ নম্বর কক্ষে এটিএম রফিকুল ইসলাম শিক্ষার্থীদের সাথে অশোভন আচরণ করেন। এসময় কালো বোরখা পরা শিক্ষার্থীদের ‘কালো কাকের’ সাথে তুলনা করে অপমান অপদস্ত করেন সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলাম।
শিক্ষাঙ্গন
রাবি শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বোরখা পরা শিক্ষার্থীদের কাকের সাথে তুলনা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ক্লাস চলাকালীন কালো বোরখা পরা নারী শিক্ষার্থীদের ‘কালো কাকের’ সাথে তুলনা করার অভিযোগ উঠেছে। বিভাগের সহযোগী অধ্যাপক এটিএম রফিকুল ইসলামের