আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেল থেকে মোট ছয়জন নারী শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) মনোনয়নপত্র জমা শেষে প্যানেল ঘোষণা করে শাখা শিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব।

ঘোষিত প্যানেল বিশ্লেষণ করে দেখা যায়, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন দর্শন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও ফজিলতুন্নেসা হলের আবাসিক আয়েশা সিদ্দিকা মেঘলা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি। সহ-ক্রীড়া সম্পাদক (নারী) পদে লড়বেন গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও ১৫ নং ছাত্রী হলের আবাসিক মোছা. ফারহানা আক্তার লুবনা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিএনসিসি কন্টিনজেন্ট এর সাবেক সার্জেন্ট। এছাড়া সহ-সমাজসেবা সম্পাদক (নারী) নিগার সুলতানা। তিনি ফাইন্যান্স ব্যাংকের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী।

কার্যকরী সদস্য হিসেবে লড়বেন তিনজন নারী শিক্ষার্থী—ফাবলিহা জাহান, ইতিহাস বিভাগের শিক্ষার্থী নাবিলা বিনতে হারুন ও নুসরাত জাহান। এছাড়াও কার্যকরী সদস্য (পুরুষ) পদে লড়বেন বিশেষ চাহিদা সম্পন্ন ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মুহসিন, হাফেজ তরিকুল ইসলাম এবং আবু তালহা।

পূর্ণাঙ্গ প্যানেলের শীর্ষ পদে রয়েছেন সহ-সভাপতি (ভিপি) আরিফুল্লাহ আদিব, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ফিরদৌস আল হাসান ও আয়েশা সিদ্দিকা মেঘলা। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে থাকছেন আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি, সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক রায়হান উদ্দিন। নাট্য সম্পাদক হিসেবে রয়েছেন রুহুল ইসলাম।

ক্রীড়া সম্পাদক শফিউজ্জামান শাহীন, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) মাহাদী হাসান, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক রাশেদুল ইসলাম লিখন, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হাফেজ আরিফুল ইসলাম, সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) তৌহিদ এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হোসনে মোবারক, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক তানভীর।

শিবির সমর্থিত নেতারা দাবি করেছেন, নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি তাদের সংগঠনের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তাদের মতে, নারী নেতৃত্ব ক্যাম্পাস রাজনীতিকে আরও ভারসাম্যপূর্ণ করতে ভূমিকা রাখবে।