বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর নির্দেশনার আলোকে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ)-তে ‘অ্যাক্রেডিটেশন চ্যালেঞ্জেস: দ্য এমআইইউ পার্সপেকটিভ’ শীর্ষক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের কনফারেন্স হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।
আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এ. বি. এম. মাহবুবুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমআইইউ-এর ট্রেজারার ও সাবেক সচিব মো. মনিরুল ইসলাম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক মো: মাহবুব আলম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পরিচালক ও সদস্য-সচিব সহযোগী অধ্যাপক ড. মোহাম্মাদ আবুল কালাম আজাদ।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। বক্তারা বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নীতিমালা, মানদ- ও প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন এবং অ্যাক্রেডিটেশন অর্জনের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ তুলে ধরেন।
একই সঙ্গে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব বিশেষভাবে তুলে ধরা হয়। এ ছাড়া আউটকাম বেইজড এডুকেশন (ওবিই), স্ব-মূল্যায়ন পদ্ধতি, প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং ধারাবাহিক মানোন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় এমআইইউ’র বর্তমান অবস্থান ও অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ায় বিদ্যমান চ্যালেঞ্জসমূহ—যেমন পাঠ্যক্রমের সমন্বয়, মাননিশ্চয়তা কার্যক্রম জোরদারকরণ, শিক্ষক উন্নয়ন এবং একাডেমিক ও প্রশাসনিক বিভাগের মধ্যে কার্যকর সমন্বয়ের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়। প্রেসবিজ্ঞপ্তি।