জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগে কমনওয়েলথ স্কলারশিপ ও আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) নতুন কলা ভবনের দর্শন বিভাগের ১০৩ নম্বর কক্ষে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ সচিবালয়ের গুড অফিসেস সেকশন (গভর্ণেন্স অ্যান্ড পিস ডিরেক্টরেট)-এর উপদেষ্টা অধ্যাপক মিশেল স্কবি (Michelle Scobie) ও প্রতিনিধি জর্ডান নিল (Jordan Neal)। তারা কমনওয়েলথ স্কলারশিপ প্রক্রিয়া, শিক্ষার্থী ও গবেষকদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার সুযোগ এবং পারস্পরিক শিক্ষা ও সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার, অধ্যাপক মোস্তফা নাজমুল মনসুর, অধ্যাপক তারেক চৌধুরী, সহযোগী অধ্যাপক মো. শওকত হোসেন, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্লাহসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে অধ্যাপক ড. মো. মুনির হোসেন তালুকদার বলেন, "গ্লোবাল নেটওয়ার্কিং এবং কমনওয়েলথের মতো আন্তর্জাতিক সংস্থার সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে শিক্ষা ও গবেষণা খাতকে কীভাবে সমৃদ্ধ করা যায়— সে বিষয়েই আজকের এই আলোচনা।"
সেমিনার শেষে কমনওয়েলথ প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অনুষ্ঠান শেষে দর্শন বিভাগের পক্ষ থেকে অতিথিদের হাতে স্মারক উপহার তুলে দেন অধ্যাপক ড. মুনির হোসেন তালুকদার।