আশুলিয়া সংবাদদাতা: সাভারের গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন ইয়াসিন আল মৃদুল দেওয়ান এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন মো. রায়হান খান। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন সামিউল হাসান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১.৪৫ টায় নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে। এর আগে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ১৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৭৬১ জন। এর ভেতর ভোট কাস্ট হয়েছে ৭৫%।
এবারের নির্বাচনে গকসুর ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৬৩ জন প্রার্থী। গণ বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ১১ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে। মনোনয়নপত্র বিতরণ চলে ২৬–২৮ আগস্ট পর্যন্ত। যাচাই-বাছাই শেষে ৮ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এবং চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয় ১৪ সেপ্টেম্বর।
গকসু নির্বাচন কমিশনের মুখপাত্র ফুয়াদ হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন। পাশাপাশি ভোট পরিচালনার কাজে ৩৮ জন শিক্ষক পোলিং অফিসার ও সমানসংখ্যক সহকারী পোলিং অফিসার ছিলেন।
শৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল ৪০০ পুলিশ সদস্য, এবং তদারকিতে ছিলেন ডিজিএফআই, এনএসআই ও ডিবি কর্মকর্তারা।
দেশের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গণ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ (গকসু) চালু রয়েছে।
প্রথমবার গকসু নির্বাচন অনুষ্ঠিত হয় ২০০৮ সালে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১৮ সালে, তবে প্রশাসনিক জটিলতায় নির্বাচিত সংসদ পুরো মেয়াদে কাজ করতে পারেনি।
দীর্ঘ সাত বছর পর এটাই গকসুর চতুর্থ কার্যনির্বাহী সংসদ গঠনের নির্বাচন।