বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণির সমাপনী পরীক্ষার কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার জন্য তালিকা প্রকাশ করেছে বোর্ড। সারাদেশে ৬৯০টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) নবম শ্রেণি সমাপনী পরীক্ষা-২০২৫ সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে নির্বাচিত পরীক্ষা কেন্দ্রের চূড়ান্ত তালিকা (লিখিত ও ব্যাবহারিক পরীক্ষার জন্য) সংশ্লিষ্ট সবার অবগতি ও যথাযথ কার্যার্থে প্রকাশ করা হলো। পরীক্ষা কেন্দ্রের অধীনে যে সব শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীগণ পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের তালিকা কেন্দ্রের ডান পাশে উল্লেখ করা হলো।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে পরীক্ষার্থীরা তাদের নিজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবে, কোনও ভেন্যু পরিবর্তন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। তবে, স্থানীয় প্রশাসন প্রয়োজন বোধে সুষ্ঠু পরীক্ষা গ্রহণের স্বার্থে কেন্দ্র সচিবের সাথে আলোচনাক্রমে ভেন্যু নির্বাচন করে পরীক্ষা গ্রহণ করতে পারবেন এবং এ ক্ষেত্রে অবশ্যই বোর্ডকে অবহিত করতে হবে। নির্ধারিত কেন্দ্রের কেন্দ্র সচিবই উক্ত ভেন্যুর পরীক্ষা পরিচালনা করবেন।
কোনোক্রমেই পরীক্ষা কেন্দ্রে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষক তার শিক্ষার্থীদের হল পরিদর্শীর দায়িত্ব পালন করতে পারবেন না, নীতিমালা অনুযায়ী বাহিরের শিক্ষক নিয়োগ পূর্বক পরিদর্শীর দায়িত্ব প্রদান করতে হবে। বোর্ড কর্তৃক মনোনীত কেন্দ্রসমূহের তালিকা বোর্ডের ওয়েবসাইটে বিস্তারিত দেখা যাবে। সংশ্লিষ্ট নির্বাচিত কেন্দ্র সমূহের পরীক্ষা চলাকালীন কোনও অনিয়ম বা অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আগামীতে সরাসরি কেন্দ্র বাতিল বলে গণ্য হবে।
এতে আরও বলা হয়েছে, কেন্দ্র সচিবরা অত্যন্ত গোপনীয়তা ও কঠোর নিরাপত্তার সহিত পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কার্যাবলি সম্পন্ন করবেন। পরীক্ষা শেষে লিথোর ১ম অংশ এবং উত্তরপত্রের সংখ্যা গুনে সমান সংখ্যক নিশ্চিত হয়ে লিথোর ১ম অংশ রোলের ক্রম অনুসারে বান্ডেল করবেন। এরপর লিথো ও উত্তরপত্র একটি কাপড়ের মোড়কে [এসএসসি (ভোকেশনাল) এর ক্ষেত্রে সাদা ও দাখিল (ভোকেশনাল) এর ক্ষেত্রে হলুদ কাপড়] সেলাই ও সিল গালা করে উপ- পরীক্ষা নিয়ন্ত্রক (ভোকেশনাল) বরাবরে বোর্ডে প্রেরণ করবেন।
নির্ধারিত তারিখের উত্তরপত্র ও লিথোর ১ম অংশ পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে ওই দিনই ডাকযোগে পাঠাতে হবে। যে সব কেন্দ্র বা প্রতিষ্ঠান উত্তরপত্র ও লিখো যথসময়ে পাঠাতে ব্যর্থ হবে, কোন পত্র ছাড়াই সে সকল কেন্দ্র বাতিল করা হবে। কোনক্রমেই লিখোর ১ম অংশ ও উত্তরপত্র পরের দিন পাঠানো যাবে না। কেন্দ্র সচিবরা প্রয়োজনে বোর্ডের ওয়েবসাইটের ডাউনলোড অপশন থেকে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ডাউনলোড করে নিতে পারবেন।
নির্বাচিত পরীক্ষার কেন্দ্র প্রত্যাহার বা পুনঃনির্বাচন করার ক্ষমতা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক সংরক্ষিত। এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জারি করা হয়েছে। কেন্দ্রের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।