বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক ৪৭তম বি.সি.এস. এর প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে প্রবেশপত্রের জন্য কমিশনে আবেদনকারী প্রার্থী www.bpsc.gov.bd অথবা http://bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে login করে প্রবেশপত্র সংগ্রহ করবেন। প্রবেশপত্রে প্রয়োজনীয় তথ্য না থাকলে প্রার্থী Profile Update করে তাৎক্ষণিকভাবে তথ্য Submit করবেন। পরবর্তীতে USER ID ও Password ব্যবহার করে login করে প্রবেশপত্র সংগ্রহ করবেন। তথ্য পূরণের পর প্রার্থীর ‘USER ID’ ও ‘Password’ Teletalk থেকে প্রার্থীর মোবাইল নম্বরে প্রেরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।