বিভিন্ন আলোচনা-সমালোচনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার ( ২৯ জুলাই) বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের দোতলার কনফারেন্স রুমে তফসিল ঘোষণা করা হবে। একই সাথে ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে।

গতকাল সোমবার বিকেলে ডাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীম উদ্দীন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তফসিল ঘোষণার জন্য আমাদের সব প্রস্তুতি শেষ। মঙ্গলবার তফসিল ঘোষণার জন্য আমরা প্রস্তুত। কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে সংশ্লিষ্ট অংশীজনদের কাছে চিঠি পাঠাব।

এর আগে গত রোববার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র সংগঠন ও অন্যান্য অংশীজনের সাথে বৈঠক শেষে ২৯ জুলাই তফসিল ঘোষণার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার। সেই অনুযায়ী নির্ধারিত তারিখেই ডাকসুর তফসিল ঘোষণা হতে যাচ্ছে।