আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, কুরআন বহু আগেই বিজ্ঞানের নানা বিষয়ে ইঙ্গিত দিয়েছে, কিন্তু আমরা তা উপলব্ধি না করায়, অধ্যয়ন ও গবেষণা না করায় নিউটন বা আইনস্টাইন আবিষ্কারের কৃতিত্ব নিয়ে গেছে। এ প্রসঙ্গে ড. আজাদী কুরআনের সূরা হাদীদ থেকে উদ্ধৃত করে বলেন, লোহা মানুষের উদ্ভাবিত কোন পণ্য নয়, লোহা নাজিল হয়েছে। কুরআন শুধু সওয়াবের নিয়তে নয়, জ্ঞান অর্জনের জন্য পড়তে হবে। কুরআন মানুষের জীবনের ভারসাম্য নির্ধারণ করে দিয়েছে। নদী যেমন জোয়ার-ভাটা ছাড়া মৃত, ব্যবসা ছাড়াও মানুষের জীবন মৃত।
গতকাল নগরীর একটি হোটেল-মিলনায়তনে আইআইইউসির এমবিএ-এমবিএম শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এ কথা বলেন। ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নেজামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআইইউসির ইনস্টিটিউট অব কোয়ালিটি এশিউরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অবঃ) পুরস্কৃত ও সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এর এইচআর প্রধান মোঃ রবিউল হোসাইন। স্বাগতঃ বক্তব্য রাখেন এমবিএ ও এমবিএম প্রোগ্রামের কো-অর্ডিনেটর, ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর জাহিদ হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে জুলাই বিপ্লবের উপর কবিতা আবৃত্তি করেন আইআইইউসি‘র ইনস্টিটিউট অব ফরেইন ল্যাংগুয়েজেস (আএিফএল) এর পরিচালক, আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক মোঃ ইশবাল হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এমবিএ প্রোগ্রামের ছাত্র বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. এ এম শাহাবুদ্দিন সোহেল ও এসোসিয়েট প্রফেসর ড. হেলালউদ্দিন।
আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী প্রধান অতিথির বক্তব্যে বলেন, পৃথিবীটা একটা পরীক্ষার জায়গা। আরেকটি অনিবার্য জগত রয়েছে। ওই জগতে পুরস্কার লাভের জন্য পৃথিবীর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পৃথিবীতে আমাদের অবস্থান অস্থায়ী। তাই সময়ের সদ্ব্যবহার করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আইআইইউসি’র বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেন, ডিগ্রী অর্জন করার মধ্যেই প্রকৃত সাফল্য নয়। বৈশ্বিক চাহিদা পূরণে শিক্ষার্জন করে উম্মাহকে কী দিতে পারলাম এাঁই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, যে তরুণ প্রজন্ম বিপথে পরিচালিত হচ্ছে তাদেরকে সুপথে আনতে মিক্ষকদের দায়িত্ব নিতে হবে। বিওটি ভাইস চেয়ারম্যান মুহাম্মদ শাহজাহান বলেন, আইআইইউসি কোন গতানুগতিক বিশ্ববিদ্যালয় নয়। নৈতিক ও আধুনিক জ্ঞানে সমৃদ্ধ আইআইইউসি‘র শিক্ষার্থীরা সমাজের সর্বক্ষেত্রে কল্যাণ প্রতিষ্ঠায় মূল ভূমিকা পালন করবে। আইআইইউসি’র এমবিএ-এমবিএম গ্র্যাজুয়েটরা ইতোমধ্যেই তাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছে। গুণগত ও নৈতিকতার সমন্বিত শিক্ষা এই যোগ্যতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করেছে।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে গেস্ট অব অনার এবং আইআইইউসি এওয়ার্ড প্রাপ্ত অতিথি বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এর এইচআর প্রধান মোঃ রবিউল হোসাইন বলেন, কর্মক্ষেত্রে একজন ডিগ্রীধারীর চেয়েও একজন বাস্তব জ্ঞানসম্পন্ন গ্রাজুয়েটের প্রয়োজন বেশী। কেবল একাডেমিক অর্জন থেকে সাফল্য আসনো। ধারাবাহিকতা থাকতে হয়। সাফল্য হচ্ছে একটা ভ্রমণ, গন্তব্য নয়।
অনুষ্ঠানের এওয়ার্ড প্রাপ্ত অতিথি বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এর এইচআর প্রধান মোঃ রবিউল হোসাইনকে ক্রেস্ট প্রদান করেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। প্রেস বিজ্ঞপ্তি।