কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের কমলনগরে প্রাথমিক শিক্ষকদের সপ্তম দিনেও টানা কর্মবিরতি পালন অব্যাহত রয়েছে। তিনদফা দাবি আদায়ে ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কমলনগর উপজেলার ৬৯ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫শতাধিক সহকারী শিক্ষক এই কর্মসূচি পালন করেন। আজ সোমবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
জানা যায়, প্রাথমিক শিক্ষকদের এন্ট্রিপদে ১১তম গ্রেডে বেতন প্রদানসহ তিন দফা দাবিতে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা টানা কর্মবিরতি পালন করার ঘোষণা দেন শিক্ষকদের সকল সংগঠন। তাদের ঘোষিত কর্মসূচি পালন করেছেন মাঠ পর্যায়ের দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পৌনে চার লাখ শিক্ষক।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে সম্মিলিতভাবে এ কর্মবিরতির ডাক দেয়া হয়েছে ইতোপূর্বে। এরই ধারাবাহিকতায় কমলনগর উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা যায়, শিক্ষকরা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে আসলেও শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদান ও এ সংক্রান্ত সকল কার্যক্রম থেকে বিরত থাকেন তাদের ঘোষিত কর্মসূচির সপ্তম দিনের এক ঘন্টা সময় ধরে। অবশ্য সকাল ১০ টা পরে শিক্ষকরা ক্লাসে গিয়ে আগের মতো আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের প্রথম প্রান্তিক মূল্যায়ন কার্যক্রম শুরু করেন।
প্রাপ্ত সূত্রে জানা যায়, আজ থেকে শুরু হওয়া শিক্ষকদের এ কর্মসূচি আগামী ১৫ মে পর্যন্ত চলবে। প্রথম দফায় তারা প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করবেন। পরবর্তী সময়ে তাদের দাবি মেনে না নেওয়া হলে টানা কর্মবিরতি কিংবা ‘তালাবদ্ধ’র মতো কঠোর কর্মসূচি চলমান থাকবে।
এ বিষয়ে কমলনগর উপজেলার সহকারি শিক্ষক সমন্বয়ক ও হাজির হাট মডেল একাডেমির শিক্ষক মোহাম্মদ ইবরাহীম বলেন, ‘সরকার আমাদের ১০ম গ্রেডের দাবি দাবি মেনে নেয়নি, সর্বশেষ ১১তম গ্রেড প্রদানের দাবি করলেও তাও আমাদের সাথে কোনো আলোচনা করারও প্রয়োজন মনে করেনি। বাধ্য হয়ে আমরা কেন্দ্র ঘোষিত কর্মবিরতি পালন করছি।
তিনি আরো বলেন প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ঘোষণা অনুযায়ী, আজ থেকে ১৫ মে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে। এরপর ১৬ থেকে ২০ মে পর্যন্ত দুই ঘণ্টা, ২১ থেকে ২৫ মে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা।