জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায়কে প্রত্যাক্ষান করে ১০০১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষকের একটা বিবৃতি প্রকাশিত হয়েছে, এর মধ্যে জাবির ৪৬ জন শিক্ষকের খুজে পাওয়া গেছে।

সোমবার ( ১৭ নভেম্বর) শেখ হাসিনার রায়ের আদেশ হওয়ার পর প্রগ্রেসিভ টিচার্স অব বাংলাদেশ পাবলিক ইউনিভার্সিটির ব্যানারে রায় প্রত্যাক্ষান করে বিবৃতি প্রকাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাহবুব আলম প্রদীপ ১০০১ জন শিক্ষকের বিবৃতির তালিকা সমন্বয় করেছেন বলে জানা গেছে।

বিবৃতিতে আরো বলা হয়, আমরা গভীর ক্ষোভ ও দুঃখের সাথে লক্ষ্য করছি যে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী এবং মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষণা করেছে তা প্রহসনমূলক ও অগ্রহণযোগ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বর্তমানে ক্যাঙারু কোর্টের রুপ পরিগ্রহ করেছে এর স্বৈরাচারী, পক্ষপাতদুষ্ট এবং ন্যায়বিচার পরিপন্থী কার্যকলাপ তথা মিথ্যা সাক্ষাৎ প্রামাণের মাধ্যমে।

বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এ দেশের কোটি জনতা আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শেখ হাসিনার বিরুদ্ধে এ ধরনের বিদ্বেষ ও ষড়যন্ত্রমূলক এবং পূর্বনির্ধারিত রায়কে প্রত্যাখ্যান করেছে। আমরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ বাংলাদেশের আপামর জনসাধারণের সাথে সংহতি প্রকাশ করছি এবং ক্যাঙারু কোর্টের প্রহসনমূলক রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।

বিবৃতির তালিকায় জাবি শিক্ষকদের তালিকা, অধ্যাপক এ. মামুন, অধ্যাপক আলী আকবর, অধ্যাপক ইসরাফিল আহমেদ, অধ্যাপক ফরিদ আহমেদ,অধ্যাপক ইসমত আরা,অধ্যাপক শফিক-উর-রহমান, অধ্যাপক শামীম কায়সার,অধ্যাপক মাহতাব আহমেদ, অধ্যাপক আনোয়ার খসরু পারভেজ, অধ্যাপক সাব্বির আলম, অধ্যাপক আলমগীর কবির, অধ্যাপক শওকত হোসেন, অধ্যাপক বশির আহমেদ, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক সায়েদুর রহমান, অধ্যাপক প্রিথিলা নাজনীন, অধ্যাপক রাশেদা ইয়াসমিন শিল্পি, অধ্যাপক রিসালা তাসিন, অধ্যাপক সুকল্যাণ কুমার, অধ্যাপক আব্দুল্লাহ কাফি, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক মোস্তফা ফিরোজ, অধ্যাপক শরীফ হোসেন, অধ্যাপক খালিদ কুদ্দস,অধ্যাপক জেবুন্নেসা, অধ্যাপক তাজউদ্দীন শিকদার, অধ্যাপক শিকদার জুলকারনাইন, অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান, অধ্যাপক সুলতানা আক্তার, অধ্যাপক হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মোরশেদা বেগম, সহযোগী অধ্যাপক ফজলুল হালিম রানা, সহযোগী অধ্যাপক হোসনে আরা,সহযোগী অধ্যাপক ইখতিয়ার উদ্দিন,সহযোগী অধ্যাপক মনির শিকদার, সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, সহযোগী অধ্যাপক ফিরোজ উল আলম, সহযোগী অধ্যাপক সুপ্রভাত, সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, সহযোগী অধ্যাপক আশরাফুল হাবিব, সহযোগী অধ্যাপক মহিবুর রউফ, সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, সহযোগী অধ্যাপক মহিবুর রউফ, সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার, ড. তাপস কুমার ভৌমিক।