আগামী দিনের একটি সুন্দর সমাজ দেশ গড়তে একটি কল্যাণ ও কুরআনী রাষ্ট্র গঠন করার লক্ষ্যে ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।আগামী সংসদ নির্বাচনে এদেশে সকল আলেম-ওলামাদেও ভোটের বাক্স হবে একটাই।জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশে হাজারো রক্তের বিনিময় যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি।আজ সেই বাংলাদেশকে নিয়ে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্র করছে।সকল ষড়যন্ত্র চক্রান্ত বিরুদ্ধে আলেম-ওলামাদেরকে সজাগ থাকতে হবে।
প্রয়োজনীয় সংস্কার ছাড়া যেনতেনভাবে কোন নির্বাচনের হলে এদেশের আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও আল -আজহার জামেয়া ইসলামিয়া মাদরাসার সভাপতি মাওলানা এটিএম মাসুম।
তিনি শুক্রবার (১ আগস্ট) সকাল ১০ টায় কুমিল্লা বিশ্বরোডে হোটেল নূরজাহান মিলনায়তনে আল -আজহার জামেয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও কুমিল্লা (আদর্শ সদর,সদর দক্ষিণ চৌদ্দগ্রাম,লালমাই উপজেলা বিভিন্ন মাদরাসার অধ্যক্ষগণদের মাঝে সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি এ কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মো: নূরুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ। বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা মোস্তাক ফয়েজী, জামেয়া আল আজহার ট্রাস্ট বাংলাদেশ চেয়ারম্যান আলহাজ্ব নুরদ্দীন। আল আজহার ট্রাস্টের সেক্রেটারি ও মজিবুর রহমান ভূঁইয়া পরিচালনায় এসময় বক্তব্য রাখেন,জামেয়া আল আজহার ট্রাস্টের ভাইস চেয়ারম্যান যথাক্রমে আব্দুস সাত্তার,এটিএম সিরাজুল হক, ট্রাস্টের সহকারি সেক্রেটারি যথাক্রমে মোহাম্মদ জহিরুল ইসলাম,শাহ মিজানুর রহমান,মিজানুর রহমান, কুমিল্লা আলিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোহাম্মদ মোস্তফা কামাল, লাকসাম গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, সাহেবাবাদ কামিল মাদরাসার অধ্যক্ষ আব্দুর রহমান, চৌয়ারা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম,আল-আজহার মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো ইউনুছ মিয়া।
কৃতি ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন পিপুলিয়া কামিল মাদরাসা থেকে জি পি -৫ প্রাপ্ত ছাত্রী ফাহমিদা আক্তার, আরবীতে বক্তব্য রাখেন আল আজহার মাদরাসার ছাত্র নাজিম আব্দুল্লাহ ইংরেজিতে বক্তব্য রাখেন আল-আজহাজার মাদরাসার ছাত্র জে আর তামিম।