বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের কৃতী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি ও অনুপ্রেরণা দিতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। দিনাজপুরের বিরামপুরসহ আশপাশের ৬টি উপজেলা থেকে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া দুই শতাধিক শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দিয়ে অতিথিরা তাদের নৈতিক, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় বিরামপুর সরকারি কলেজ মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিনাজপুর জেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ।

দিনাজপুর জেলা দক্ষিণ ছাত্রশিবিরের সভাপতি সাজিদুর রহমান সাজুর সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা আনোয়ারুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দিনাজপুর জজ কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শাহিনুর রহমান, কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন আনোয়ার কবির উজ্জ্বল প্রমুখ।