ইবি সংবাদদাতা : ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান শেষ হয়েছে। গত বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর উদ্বোধন ঘোষণার মাধ্যমে এ কর্মসূচী শুরু হয়ে গতকাল শুক্রবার সমাপ্ত হয়।

সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরীর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটের ৭১ জন রোভার ও সহচর নিয়ে আয়োজিত তিনদিনব্যাপী এ দীক্ষানুষ্ঠানে অংশগ্রহনকারীদের দঁড়ির কাজ, প্রাথমিক চিকিৎসা, আগুন জ¦ালানো, রান্না, তথ্য-প্রযুক্তি, সমতল-পাহাড়ের প্রতিকুল পরিবেশে আত্মরক্ষাকৌশল ও স্কাউটের মৌলিক শরীরচর্চা ও কুচকাওয়াজের প্রশিক্ষণের ব্যবস্থা হয়। তিনদিনের এই প্রশিক্ষণ এবং শেষদিনের এক সাক্ষাৎকারের মধ্য দিয়ে নতুন যোগ দেয়া সহচররা রোভার বা সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয়।

জানা যায়, আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে আয়োজন শুরু হয়ে অংশগ্রহনকারীদের ৬টি উপদলে ভাগ করে দেয়া হয়। যেখানে একজন রোভারমেটের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট প্রতিটি উপদলের জন্য ভিন্ন ভিন্ন ৬টি তাঁবুর ব্যবস্থা করা হয়। তাঁবুগুলোর নামকরণ করা হয় স্কাউটের ৬ টি আইন: বিনয়ী, অনুগত, নির্মল, প্রফুল্ল এবং সদয় । যার মধ্যে ছেলেদের ৪টি এবং মেয়েদের ২টি তাঁবু রয়েছে।

সাধারন সম্পাদক খন্দকার আবু সায়েম বলেন, রোভার স্কাউট গ্রুপ হলো লর্ড ব্যাডেন পাউয়েলের দেখানো এক যুব আন্দোলন, যেখানে তরুণ-যুবারা তাদের আত্মিক এবং শারীরিক প্রশিক্ষণের মাধ্যমে প্রতিকুল পরিবেশে বেঁচে থাকার যোগ্যতা অর্জন করে। তারই প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ এই দীক্ষা ক্যম্পের আয়োজন করেছে যেখানে ক্যাম্পিংয়ের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা প্রশিক্ষণ নিচ্ছে।

বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, “এই তাবুবাস এর লক্ষ্য হলো যে সকল তরুণ-যুবক সেবার মনোভাব ও মনোভঙ্গী পোষণ করে, তাদেরকে দেশ গড়ার কাজ লাগানোর জন্য এবং উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ার জন্য যে ধরনের আত্মমর্যাদায় বলীয়ান নাগরিক প্রয়োজন সেই ধরনের নাগরিক হিসেবে তৈরী করা । এই লক্ষ্যকে সামনে রেখে সহচর ও সহচরীকে রোভারে রিক্রুট করার জন্য তিনদিনব্যপী এই দীক্ষাক্যাম্পের আয়োজন করা হয়ে থাকে। এই তিনদিন তারা বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যায় এবং শেষদিনে তারা এক সাক্ষাৎকারের মাধ্যমে রোভারে অর্ন্তভুক্ত হয়।