জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় শান্ত চত্বর প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম।

তিনি জানান, আজ ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ১০ সেপ্টেম্বর (বুধবার) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

ক্যাম্পে শিক্ষার্থীরা ৬টি বিষয়ে সেবা নিতে পারবে— পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা, সম্পর্ক সংকট, মানসিক চাপ নিয়ন্ত্রণ, চাপজনিত স্মৃতিভ্রংশ, ডিভাইস আসক্তি ও জীবনযাত্রার পরিবর্তন। অভিজ্ঞ চিকিৎসকেরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যক্তিগত কাউন্সেলিং সেবা প্রদান করবেন।

এছাড়া প্রথম দিন শহীদ সাজিদ ভবনের ২১৫ নম্বর কক্ষে “Stress Management: A Key to a Better Quality of Life” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বিশেষজ্ঞরা মানসিক চাপের কারণ ও তা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন।

সংগঠনটি জানায়, ক্যাম্পে অংশ নিতে হলে শিক্ষার্থীদের আগাম রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য একটি গুগল ফর্ম লিংক দেয়া হয়েছে: যঃঃঢ়ং://ভড়ৎসং.মষব/গঢ়ঁখখপঠজঘবঠ৫ঔঁডউ৬

শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করি। পড়াশোনার চাপ, সম্পর্কজনিত সংকট কিংবা পারিবারিক ও সামাজিক নানা কারণে শিক্ষার্থীরা প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কখনো হতাশা তাদের আত্মঘাতী সিদ্ধান্তের দিকেও ঠেলে দেয়, যা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করেই এ মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”