সাতকানিয়া সংবাদদাতা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানিহাটে অবস্থিত আশশেফা স্কুল অ্যান্ড কলেজে দি গ্রিন ভিশন লিমিটেডের উদ্যোগে আয়োজিত দি গ্রিন ভিশন বৃত্তি পরীক্ষা-২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার সকাল ১০টায় আশশেফা স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দি গ্রিন ভিশন লিমিটেড-এর চেয়ারম্যান ডা. নুরুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক–লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক প্যানেল স্পিকার ও আশশেফা হাসপাতাল (প্রা.) লি.-এর চেয়ারম্যান শাহজাহান চৌধুরী।

শাজাহান চৌধুরী বলেন,“একটি জাতির প্রকৃত উন্নয়ন নির্ভর করে শিক্ষিত ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্মের ওপর। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মানেই একটি আলোকিত ভবিষ্যতের ভিত্তি তৈরি করা। দি গ্রিন ভিশনের এই উদ্যোগ সমাজে শিক্ষাবান্ধব সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন,

“শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ শিক্ষার্থী গড়ে তুলতে হবে। তাহলেই একটি সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি হবে।”

শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক গুণাবলি অর্জনের মাধ্যমে এগিয়ে যেতে হবে।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আশশেফা স্কুল অ্যান্ড কলেজের ডিএমডি ও মা-শিশু জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল হক,অধ্যাপক আব্দুল গনি, কেরানিহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সভাপতি মাস্টার জয়নাল আবেদিন, একাডেমিক বিভাগের প্রধান অধ্যাপক জয়নাল আবেদিন, বাজালিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক শাহাব উদ্দিন, ছদাহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্যামল কান্তি, চিব্বাডি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শফিউল আজম ও ইয়াকুব মরিয়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম। সাবেক ছাত্রনেতা আইয়ুব আলী, স্কুলের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শেষপর্বে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ।