বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে ঢাকার মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন, পরিচালকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে ভিসি বলেন, শহিদ বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক ও শ্রেষ্ঠ সন্তান, তাঁদের আত্মত্যাগের বিনিময়েই স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো সম্ভব।

এর আগে ভোরে গাজীপুরস্থ মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়, পাশাপাশি কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে সারাদেশে বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রসমূহে অনুরূপ কর্মসূচি পালিত হয়।