পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) হিসেবে মনোনীত হয়েছেন রাজশাহীর বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শওকত আলী।
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান, প্রশাসনিক দক্ষতা, শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে অনুকরণীয় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা ও জেলা পর্যায়ের যাচাই-বাছাই শেষে তাকে শ্রেষ্ঠ হিসেবে মনোনয়ন দেয়া হয়। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রফেসর ড. শওকত আলীর নেতৃত্বে বানেশ্বর সরকারি কলেজে শিক্ষা পরিবেশের উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। এই অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন এবং তাকে আন্তরিক অভিনন্দন জানান। তারা আশা করেন, তাঁর নেতৃত্বে ভবিষ্যতেও বানেশ্বর সরকারি কলেজ শিক্ষা ক্ষেত্রে আরো সাফল্য অর্জন করবে।