কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস: সাসটেইনেবিলিটি ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। পাশাপাশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং পাবলিক-প্রাইভেট মিলিয়ে পঞ্চম স্থান অর্জন করে প্রতিষ্ঠানটি নতুন গৌরবের দৃষ্টান্ত স্থাপন করেছে।
১৮ নভেম্বর প্রকাশিত এ র্যাঙ্কিংয়ে বিশ্বের ১ হাজার ৯৯৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের ২২টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরেই গাকৃবির অবস্থান। এর আগের র্যাঙ্কিংয়েও গাকৃবি শক্ত অবস্থান ধরে রেখেছিল।
গাকৃবি ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্ব, দূরদর্শী পরিকল্পনা ও গবেষণাবান্ধব পরিবেশ এই সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, এ অর্জন আমাদের সবার সম্মিলিত শ্রম ও প্রতিশ্রুতির ফল। আমরা আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আরও উন্নত অবস্থানে পৌঁছাতে কাজ চালিয়ে যাব।
র্যাঙ্কিং অর্জনে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নমূলক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ২০২৫ ও ২০২৬-এর বিভিন্ন ক্যাটাগরিতেও গাকৃবি শীর্ষস্থান ধরে রেখেছে। একই সঙ্গে উরি র্যাঙ্কিং ২০২৫-এ ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে বিশ্বে ৭৭তম এবং দেশে প্রথম অবস্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।