আন্তর্জাাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, বর্তমান বিশ্বে পরিবেশগত চ্যালেঞ্জ ও অর্থনৈতিক চাপ ক্রমেই বাড়ছে। তাই সবুজ অর্থনীতি এবং টেকসই উন্নয়নে শুধু একটি গবেষণার বিষয় নয়, এটি আগামী প্রজন্মের নিরাপত্তা ও উন্নয়নের ভিত্তি। বিশ্ববিদ্যালয়গুলোকে এমন শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরি করতে হবে, যা শিক্ষার্থীদের উদ্ভাবনী ধারণা ও বিনিয়োগের মাধ্যমে পরিবেশ রক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন দুটোই অর্জন করতে সহায়তা করবে। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির কনফারেন্স হলে একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ)-এর সহায়তায় আয়োজিত হায়ার এডুকেশন একসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)-প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিট এটিএম প্রজেক্ট এর সাপ প্রজেক্ট ম্যানেজমেন্ট টিমের ম্যানেজার, ব্যবসায় শিক্ষা অনুষদের প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আখতারুজ্জামান খান। স্বাগত বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. নজামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক মোহাম্মদ জাহিদ হোসাইন ভূঁইয়া।প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আজকের দুনিয়া প্রতিযোগিতার যুগ, এই প্রতিযোগিতায় টিকে থাকতে না পারলে ছিটকে পড়তে হবে। উচ্চশিক্ষার প্রতিটি স্তরে পরিবেশ, অর্থনীতি এবং সামাজিক দিকগুলোর সমষ্টিগতভাবে সমাধান খুঁজে বের করা প্রয়োজন। তিনি বলেন, শিক্ষার্থীদের গবেষণা, প্রকল্প এবং উদ্যোক্তা কর্মকা-ে এই ধারণাগুলো বাস্তবায়ন করা প্রয়োজন। আমরা চাই, তারা কেবল পাঠ্যক্রমে সীমাবদ্ধ না থেকে বাস্তব জীবনের সমস্যাগুলো সমাধানের জন্য সবুজ এবং টেকসই নীতি গ্রহণ করুক। হিট প্রকল্প এই প্রয়াসকে শক্তিশালী করতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমি এ প্রজেক্টের সার্বিক সফলতা কামনা করছি এবং বিশ্বাস করি, এ উদ্যোগ বিশ্বের দরবারে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিয়ে যাবে। অনুষ্ঠানে মূল আলোচনায় ‘ড্রাইভিং সাসটেইনেবিলিটি : দ্য পাওয়ার অব গ্রীন ফাইন্যান্স’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. নজামুল হক এবং ক্রাফটিং বেটার সার্ভে’স বিষয়ে গবেষণাভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আবদুল্লাহিল মামুন। আলোচনায় অংশগ্রহণকারীরা টেকসই উন্নয়ন, সবুজ অর্থায়ন ও উচ্চশিক্ষায় উদ্ভাবনমূলক পরিবর্তন নিয়ে মতবিনিময় করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, হিট প্রকল্পের সহায়তায় সবুজ অর্থায়ন ও টেকসই উন্নয়নের ধারণাকে উচ্চশিক্ষায় আরও সুদৃঢ় করতে হবে। শিক্ষার্থীরা যেন এই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে এবং দেশের পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে অবদান রাখতে পারে। উল্লেখ্য, অনুষ্ঠানটি আয়োজন করে সেন্টার ফর গ্রীন ফাইন্যান্স অ্যান্ড সাসটেইনেবিলিটি স্টাডিজ (সিজিএফএসএস), যা হিট এটিএফ প্রকল্পের অধীনে পরিচালিত একটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র। প্রেস বিজ্ঞপ্তি