ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ফাযিল পাস, সম্মান ও কামিল মাস্টার্স এর কেন্দ্রীয় পরীক্ষার মেধাক্রমের ভিত্তিতে সম্প্রতি স্কলারশিপ তালিকা প্রকাশ করেছে। সে তালিকায় শীর্ষ অবস্থান করছে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা। ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় মোট ৯ জন বৃত্তি প্রাপ্ত হয়েছে এই একটি মাদরাসা থেকে। এ সাফল্যের জন্য আয়োজন করা হয় শুকুরিয়া মাহফিল ও বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। মাদরাসার অনার্স বিভাগের প্রভাষক আব্দুল কাইয়ুম মুরাদ এবং ছাত্রাবাসের ছাত্র প্রতিনিধি জুলকারনাইন এর যৌথ সঞ্চালনায় এবং মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম।
সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদরাসার মুতাওয়াল্লি মাওলানা সাব্বির আহমাদ, মুফাস্সির মাও: জাকির হুসাইন শেখ, মাওলানা আবুল কাসেম গাজী, মুহাদ্দিস মাও: আব্দুল গাফফার মাক্কি, সহকারী অধ্যাপক মাওলানা আব্দুস সামাদ, মুফতি মাওলানা মুহিউদ্দীন, সহকারি অধ্যাপক জনাব আব্দুস সামাদ, আইসিটি প্রভাষক জনাব শেখ ফরিদ, মাওলানা আব্দুল কাইয়ুম মুরাদ, জনাব আব্দুল হালিম, মাওলানা আলাউদ্দিন এবং ছাত্র সংসদের ভিপি আব্দুর রহমান ও এজিএস আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর তাঁর বক্তব্যে তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার ধারাবাহিক সাফল্যের কথা করে শিক্ষার্থীদের এবারের কৃতিত্বপূর্ণ সফলতার জন্য মুবারাকবাদ জানান। তিনি ভবিষ্যতে আরো নজরকাড়া ফলাফল দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়ার জন্য আহ্বান জানান।
সভাপতি ড. খলিলুর রহমান মাদানী তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এ সাফল্যে মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে শিক্ষার্থীদের অধ্যবসায় এবং শিক্ষকবৃন্দের গুণগত পাঠদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার এ সফল যাত্রাকে আরো বেগবান করার জন্য সংশ্লিষ্ট সকলকে উৎসাহিত করেন।
সবশেষে ছাত্রাবাসে অবস্থানরত আলিম পরীক্ষার্থীদের সফলতার জন্য দুআ পরিচালনা করেন প্রধান অতিথি ড. মোহাম্মদ শামছুল আলম। প্রেসবিজ্ঞপ্তি।