জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক শাম্মী আক্তার সেতু।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
বিভাগের উন্নয়নে পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে সভাপতি অধ্যাপক শাম্মী আক্তার সেতু বলেন, “আমার আন্তরিক প্রচেষ্টা থাকবে বিভাগের সকল শিক্ষককে নিয়ে সুষ্ঠুভাবে একাডেমিক কার্যক্রম চালিয়ে নেওয়া। শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমের সাথে বিভাগভিত্তিক দক্ষতা উন্নয়নের উপরে জোর দেওয়ার চেষ্টা করবো, পাশাপাশি এক্সট্রা-কারিকুলার অ্যাক্টিভিটিজ নিয়মিত পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হবে।”
তিনি আরো বলেন, “শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমে উৎসাহ প্রদান করা এবং নিয়মিত আঞ্চলিক ও জাতীয় পরিসরে সেমিনার-সিম্পোজিয়াম আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হবে। গবেষণা পরবর্তী রিসার্চ পাবলিকেশন এবং সাইটেশন যাতে বৃদ্ধি পায়, সেজন্যও উদ্যোগ গ্রহণ করা হবে। আমাদের চলমান যে কারিকুলামটি রয়েছে, যা এক বছর হলো চালু হয়েছে, এটাকে আরও যুগোপযোগী এবং মানোন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হবে। সবশেষে, বিভাগে যেন আর সেশন জট না আসে এবং যেটুকু ঘাটতি হয়েছে তা পূরণে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”
এর আগে, গত রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে অধ্যাপক সেতুকে তিন বছরের জন্য নতুন সভাপতি হিসেবে নিয়োগ দেয়া হয়।
অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩ এর প্রথম স্ট্যাটিউটের ৯(১) ধারাবলে কর্তৃপক্ষের নির্দেশক্রমে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. শাম্মী আক্তার সেতুকে ২৩ অক্টোবর, ২০২৫ পূর্বাহ্ন হতে ৩৬ (ছত্রিশ) মাসের জন্য উক্ত বিভাগের সভাপতি নিয়োগ করা হলো।
তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন বলে অফিস আদেশে জানানো হয়।