স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, “আগামী এক বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট ৭০-৮০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষার মান নিশ্চিত করতে ‘ডাবল এক্সামিনেশন সিস্টেমথ পুনরায় চালু করা হবে এবং ইনকোর্স পরীক্ষার খাতা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এনে সেগুলোর সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত “বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় ড. আমানুল্লাহ আরও বলেন, “জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় আমাদের দেশের শিক্ষার্থীরা বিভিন্ন মানসিক ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদের মনোবল ও স্বাস্থ্যচেতনতা গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা ছাড়াও আরও নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে সহযোগিতা করার লক্ষ্যে প্রতিটি কলেজে ‘ক্যারিয়ার ক্লাব’ গঠনের ওপর গুরুত্বারোপ করেন এবং তেজগাঁও কলেজে দ্রুত এমন ক্লাব প্রতিষ্ঠার আশ্বাস দেন।

ভিসি আরও জানান, “আগামী এক বছরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেশনজট ৭০-৮০ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষার মান নিশ্চিত করতে ‘ডাবল এক্সামিনেশন সিস্টেমথ পুনরায় চালু করা হবে এবং ইনকোর্স পরীক্ষার খাতা সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এনে সেগুলোর সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে।

তিনি দেশের সব কলেজের শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “দলাদলি পরিহার করে শিক্ষায় মনোযোগ দিন। শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়ান, গবেষণায় মনোযোগী হোন এবং শিক্ষার্থীদের বই ও সাহিত্য পড়ায় উৎসাহ দিন। পাশাপাশি শিক্ষার্থীদের জীবনধারা ও পছন্দকে সম্মান জানিয়ে বলেন, “তাদের কী দরকার তা বোঝার চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তেজগাঁও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামীমা ইয়াসমিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও স্পোর্টস বোর্ডের সভাপতি প্রফেসর মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুদ্দারদা, শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিম, গভর্নিং বোর্ডের সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার ও মোঃ ফখরুল ইসলাম ভুঁইয়া।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শেষে সংগীত, নৃত্য, অভিনয় ও আবৃত্তি ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপ-উপাচার্য প্রফেসর মোঃ লুৎফর রহমান।