গতকাল রোববার থেকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের মাদরাসা সমুহের চার বছর মেয়াদী ফাজিল (অনার্স) স্নাতক-২০২৩ সালের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল পরীক্ষার ১ম দিন সকাল ন’টায় যশোর আমিনিয়া কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শামছুল আলম। পরিদর্শনকালে ভাইস-চ্যান্সেলর বলেন, সুন্দর ও সুশৃংখল পরিবেশে পরীক্ষা হচ্ছে। কোন রকম অনিয়ম যাতে না হয় সে বিষয়ে আমরা বিভিন্ন কেন্দ্রের দিকে নজর রাখছি। তিনি আরো বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার মান উন্নয়নে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। এ বিষয়ে নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে পরীক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ভাইস চ্যান্সেলর। এ বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী জানান পরীক্ষা চলাকালীনসব কেন্দ্রেই পর্যায়ক্রমে মনিটরিং করা হবে। পরীক্ষা কেন্দ্রের উপযুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেয়া করা হয়েছে। এবারের পরীক্ষায় সারাদেশের মোট ৮৫ কেন্দ্রে প্রায় ১০,৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আল ফিকাহ এন্ড ইসলামিক স্টাডিজ বিষয়ে ফাজিল (অনার্স) স্নাতক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২৩ জুন ২০২৫ পর্যন্ত পরীক্ষা চলবে। প্রেসবিজ্ঞপ্তি।