পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এসোসিয়েশন অব সুজানগর (পুসাস) এর উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও আউন ফাউন্ডেশনের সহযোগিতায় দেশের বিভিন্ন মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গতকাল বৃহস্পতিবার (২রা অক্টোবর) সকালে সুজানগর উপজেলার অডিটোরিয়ামে
পুসাসের সভাপতি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থী তুষার মাহমুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হক আশিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলার নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) মোঃ মেহেদী হাসান,সুজানগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সোলাইমান হোসনে, সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন; আজকের সংবর্ধনা অনুষ্ঠান আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা প্রমাণ করেছে অধ্যবসায়, সঠিক দিকনির্দেশনা ও নিষ্ঠার মাধ্যমে যেকোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। তোমরা শুধু নিজের পরিবারের নয়, পুরো উপজেলার, এমনকি জেলারও গর্ব। তিনি আরও বলেন, তোমাদের এই সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তবে মনে রাখতে হবে, প্রকৃত শিক্ষা কেবল ভালো রেজাল্টে সীমাবদ্ধ নয়। তোমরা আগামী দিনে সৎ, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হয়ে দেশকে এগিয়ে নেবে এটাই আমাদের প্রত্যাশা।
সদ্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মোঃ সোহান হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাসেল হোসেন, ঢাকা মেডিকেল কলেজের মুসফিকা মৌসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হামিদুর রহমান সবুর। তারা বলেন, আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞ। আমাদের বাবা-মা ও শিক্ষকদের দোয়া-আশীর্বাদ এবং বড় ভাইয়া-আপুদের পরামর্শ ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। ভর্তি পরীক্ষার সময় অনেক চ্যালেঞ্জ ছিল, ভালোভাবে পড়াশোনা করা, সময়কে কাজে লাগানো এবং মানসিক চাপ সামলানো। আমরা প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে পড়াশোনা করেছি। সংবর্ধনা পেয়ে আমরা অনুপ্রাণিত হয়েছি। ভবিষ্যতেও পড়াশোনা ও কর্মজীবনে সততার সাথে এগিয়ে যেতে চাই। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এ আয়োজন সত্যিই উৎসাহব্যঞ্জক।
এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ, পুসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ ফাহাদ আজম খান (পাবিপ্রবি), কোষাধ্যক্ষ এস. এম. সায়েম (ঢাবি), দপ্তর সম্পাদক এস. এম. শিবলী হাসান (ঢাবি), উপ দপ্তর সম্পাদক মোঃ নাসিম উদ্দিন (পাবিপ্রবি), প্রচার ও মিডিয়া সম্পাদক মোঃ দ্বীপ মাহবুব (রাবি), নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক কাজী রাফিয়া পারভিন (জবি), সহ - নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক লামিয়া আক্তার রিয়া (রাবি), হামিদুর রহমানসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ।
পরিশেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও ফুল তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। যা তাদের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা বৃদ্ধি করে।