স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৫ এর ফলাফল রোববার (২৬ অক্টোবর ২০২৫) দুপুরে প্রকাশ করা হয়েছে। চলতি বছরের গড় পাসের হার ৬২ দশমিক ৩৪ শতাংশ।

বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও তথ্য দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক খালেকুজ্জামান জানান, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৩৮ হাজার ৩৪২ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩১ হাজার ৪২১ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ১৬ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী, যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৪৬৩ জন। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৬৪০ জন ছাত্র এবং ৪ হাজার ৮২৩ জন ছাত্রী।

ফলাফল প্রকাশের বিষয়ে বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হাবিবুল্যাহ মাহামুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার ফলাফল result.bou.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতির মাধ্যমে প্রান্তিক ও কর্মজীবী শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করাই বাউবির অন্যতম লক্ষ্য। ফলাফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীদের পরবর্তী পর্যায়ে অগ্রসর হওয়ার সুযোগ তৈরি হলো।

এ উপলক্ষে বাউবির পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ খালেকুজ্জামান খান জানান, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের নিবেদন এবং প্রযুক্তিনির্ভর মূল্যায়ন প্রক্রিয়ার ফলে এই ফলাফল সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। আমরা ভবিষ্যতেও মানসম্মত শিক্ষা ও মূল্যায়নের ধারাবাহিকতা বজায় রাখব।