জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে “জুলাই গণ-অভ্যুত্থান: সামাজিক দায়বদ্ধতা ও আমাদের প্রত্যাশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (২৭ জুলাই) ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা’র সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, অধ্যাপক তাহমিনা আখতার এবং অধ্যাপক ড. তানিয়া রহমান । ইনস্টিটিউটের শিক্ষার্থী মোহাম্মদ মাহবুবুর রহমান সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অধ্যাপক ড. শেখ তৌহীদুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা সেমিনারে জুলাই-অভ্যুত্থানের স্মৃতিচারণ করেন।
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে সমাজের সব স্তরের মানুষের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ছিলো। তবে শিক্ষার্থীরাই সম্মুখ সারিতে থেকে গণ-অভ্যুত্থানে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীরা যেকোন সামাজিক বৈষম্য, অন্যায় ও অসঙ্গতির বিরুদ্ধে প্রতিবাদ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের সমস্যা নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, নতুন বাংলাদেশের স্বপ্ন পুরণে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।