টাংগাইলে লীডিং স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) টাংগাইলের লীডিং ইন্টারন্যাশনাল ইংলিশ এ্যান্ড অ্যারাবিক স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্কুলের পরিচালক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. আতিকুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম। আলোকিত পৃথিবী গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত এ স্কুলে বেবি কেয়ার থেকে ফাইভ পর্যন্ত (হিফজ বিভাগসহ ) ৫ টি ক্যাটাগরিতে মোট ৫২ জনকে পুরস্কার প্রদান করা হয়। দুটি মাসিক মূল্যায়ন পরীক্ষা, কুরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে এ পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, একটি জাতিকে পৃথিবীর বুকে মাথা উচু করে চলতে হলে তার শিক্ষা ব্যাবস্থা বিশ্বমানের হতে হবে। লীডিং স্কুল বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো করে শিশুদের গড়ে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।