কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের কালাইয়ের ঐতিহ্যবাহী কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল হাসান, সহকারী অধ্যাপক সানাউল হক ও প্রাণী বিজ্ঞান সহকারী অধ্যাপক নিবারন চন্দ্র দাসের বিদায় ও নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুরুল ইসলামের বরণ অনুষ্ঠান ১০ এপ্রিল কলেজ অডিটোরিয়ামে কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ তাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইব্রাহিম হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই পৌর বিএনপির আহ্বায়ক ও কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য মোঃ সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন কালাই ডিগ্রী কলেজে নব নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষাঙ্গন
কালাই ডিগ্রি কলেজের শিক্ষকদের বিদায় ও অধ্যক্ষের বরণ অনুষ্ঠান
জয়পুরহাটের কালাইয়ের ঐতিহ্যবাহী কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুল হাসান, সহকারী অধ্যাপক সানাউল হক