জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের সাংস্কৃতিক সংগঠন ‘নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর কাওয়ালী সন্ধ্যা।

শুক্রবার (৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে সন্ধ্যা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত চলে এ অনুষ্ঠান।

অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে একের পর এক পরিবেশন হয় নাটক, জুলাই শহীদ আবু সাইদের বাবার আর্তনাদ সম্বলিত একক অভিনয়, কবিতা আবৃত্তি, মরমি সংগীত, দেশাত্মবোধক গানসহ উর্দু কাওয়ালী। এতে অংশগ্রহণ করে সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ, বগুড়া; নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়; জনপ্রিয় নাশিদ শিল্পী গার্জী আনাস রাওশান এবং হ্যাভেন টিউন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদিয়া ইসলাম বলেন, “শিবিরের আয়োজনগুলো খুবই ইউনিক হয়ে থাকে। আজও তার ব্যতিক্রম নয়। বিশেষ করে লাইটিং ও ডেকোরেশনটা চমৎকার ছিল। শিল্পীদের পরিবেশনাগুলোও ছিল চমৎকার। আমরা সকলে মিলে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেছি। এ ধরনের প্রোগ্রাম বারবার হোক সেটাই আমরা চাই।”

নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের পরিচালক মো. আশিকুর রহমান বলেন, “আমরা চেষ্টা করেছি সুস্থ ধারার একটি সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করতে। আলহামদুলিল্লাহ, এ অনুষ্ঠানে জবিয়ানদের ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।”

শাখা ছাত্রশিবিরের সভাপতি ও নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, “আমরা চাই ক্যাম্পাসে সুস্থ সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি পাক এবং একটি সুন্দর পরিবেশ বজায় থাকুক। নিমন্ত্রণ সাংস্কৃতিক সংসদ একটি সুস্থ ধারার সাংস্কৃতিক সংগঠন। প্রতিটি মানুষের জন্য বিনোদন একটি জরুরি বিষয়। তবে তা অবশ্যই সুস্থ ও সুন্দর হওয়া উচিত।”