রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে জিএস-সহ ইসলামিক স্টাডিজ বিভাগের ৩৪ জন নির্বাচিত হয়েছেন। এক বিভাগ থেকে এতজন নির্বাচিত হওয়া উচ্ছ্বসিত বিভাগটির শিক্ষক ও শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগটির ২০১৯-২০ সেশন (মাস্টার্স) থেকে নির্বাচিত হন চারজন, ২০২০-২১ সেশন (চতুর্থ বর্ষ) থেকে নির্বাচিত হন ৬ জন, ২০২১-২২ সেশন (তৃতীয় বর্ষ ২য় সেমিস্টার) থেকে নির্বাচিত হন ১৫ জন। ২০২২-২৩ সেশনের (তৃতীয় বর্ষ, ১ম সেমিস্টার) নির্বাচিত হন ৬ জন, ২০২৩-২৪ সেশন (দ্বিতীয় বর্ষ) থেকে নির্বাচিত হন ৩ জন। রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বিভাগটির তৃতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়া তিনটি হলের ভিপি ও চারটি হলের ‘জিএস’ও ঐ বিভাগের শিক্ষার্থী। রাবির ইসলামিক স্টাডিজ থেকে নির্বাচিতরা হলেন, রাকসু সাধারণ সম্পাদক (জিএস) ও সিনেট সদস্য সালাউদ্দিন আম্মার, রাকসু সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিব, মতিহার হল ভিপি তাজুল ইসলাম ও মো. বুরহান উদ্দিন জিহাদী, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক। বিজয় ২৪ হলের ভিপি মো. রাসেল মিয়া, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল সংসদের ভিপি কাওসার হাবিব। মো. ইব্রাহিম হোসেন জিএস মাদার বখ্শ হল, সাব্বির হোসাইন, জিএস, সৈয়দ আমীর আলী হল। জিএস আরিফুল ইসলাম শহীদ জিয়াউর রহমান হল, জিএস মো. বায়জীদ শাহ্ মখদুম হল। এ ছাড়া হল সংসদে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, মো. বাঈজিদ খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, মতিহার হল। ইয়াসিন আলী সংস্কৃতি সম্পাদক শহীদ শামসুজ্জোহা হল। আব্দুর রহমান সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিজয়-২৪ হল। মো. রাসেল হোসাইন সহকারী সংস্কৃতি সম্পাদক শহীদ শামসুজ্জোহা হল। আক্তার হোসাইন হিমেল, সহকারী সংস্কৃতি সম্পাদক শেরে বাংলা হল। মো. আতিফ আহমেদ আরমান, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক, শহীদ হবিবুর রহমান হল, আব্দুল কাদির সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক, সৈয়দ আমীর আলী হল। আব্দুল্লাহ আল হুমাইদী, সহকারী কমনরুম সম্পাদক, মাদার বখ্স হল। এহতেশাম বিল্লাহ, সহকারী কমনরুম সম্পাদক, মতিহার হল। আব্দুল্লাহ সাজিদ সিদ্দিক, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক, সৈয়দ আমির আলী হল। রেবেকা সুলতানা, বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক, রহমতুন্নেসা হল। ফাতিমাতুস সানিহা সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক, জুলাই-৩৬ হল। মো. সজিব আহমেদ রাজু সহ-কমন রুম সম্পাদক, নবাব আব্দুল লতিফ হল। খাদিজা খাতুন, সহ-কমনরুম সম্পাদক, রহমতুন্নেসা হল। তানভীর আহমেদ নির্বাহী সদস্য, নবাব আব্দুল লতিফ হল। তামিম বিল্লাহ নির্বাহী সদস্য বিজয়-২৪ হল। তাজিমুল হাসান নির্বাহী সদস্য শহীদ জিয়াউর রহমান হল। জিল্লুর রহমান নির্বাহী সদস্য সৈয়দ আমীর আলী। উম্মে হাবিবা নির্বাহী সদস্য তাপসী রাবেয়া হল। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে হল সংসদে বিজয়ী ৩ জন মো. ইসমাইল হোসেন নির্বাহী সদস্য মতিহার হল। মোছা: রাজিয়া সুলতানা খুশি সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক, মন্নুজান হল। খাদিজাতুল কুবরা, সহ-সংস্কৃতি সম্পাদক জুলাই ৩৬ হল। এ বিষয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বলেন, আমাদের শিক্ষার্থীদের আমরা পড়াশোনার পাশাপাশি সবদিক থেকেই যোগ্য হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। তাদের নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষা দেওয়া হয়। যার ফলস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উপর আস্থা রেখেছে এবং অধিকাংশই বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। আগামীতে আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নানাপ্রান্তে তাদের সততা ও যোগ্যতার স্বাক্ষর রাখবে ইনশাআল্লাহ।