বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটেরর (বারি) ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং (এফএমপিই) বিভাগের আয়োজনে কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করার লক্ষ্যে একটি সন্নিবদ্ধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) বারি’র এফএমপিই বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এই কর্মশালাটি “এফএমডিপি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বারি’র পরিচালক (গবেষণা), ড. মুন্সী রাশীদ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ), ড. আশরাফ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ), ড. আইয়ুব হোসেন। কর্মশালায় বারি’র বিভিন্ন কেন্দ্র, আঞ্চলিক কেন্দ্র, উপ-কেন্দ্র, বিভাগ ও শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ এবং কৃষিযন্ত্র উদ্ভাবকগণ অংশগ্রহণ করেন।