ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, গবেষণায় উৎকর্ষ অর্জনে নৈতিকতা, স্বচ্ছতা, কোলাবোরেশন এবং সুষ্ঠু বাজেট ব্যবস্থাপনা অপরিহার্য, গবেষণায় যথাযথ পরিকল্পনা নিশ্চিত করতে পারলে টেকসই উন্নয়নে অগ্রগতি অনেক সহজ হয়।
বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে আইকিউএসি আয়োজিত রিসার্চ, কোলাবোরেশন, পাবলিকেশন এথিক্স অ্যান্ড রিসার্চ বাজেট ম্যানেজমেন্ট শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ভিসি বলেন, আন্তর্জাতিক মান বজায় রেখে গবেষণা এগিয়ে নিতে গবেষণা নৈতিকতা, প্রকাশনা নীতি, স্বচ্ছ বাজেট পরিকল্পনা এবং দেশীয় ও আন্তর্জাতিক কোলাবোরেশন অত্যন্ত জরুরি, গবেষণা-বান্ধব নীতিমালা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, গবেষণায় নেতৃত্ব সৃষ্টি করতে বাজেট ব্যবস্থাপনা ও পরিকল্পনায় দক্ষতা বৃদ্ধি সময়ের দাবি। তিনি ডুয়েটের গবেষণাগার আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এমডুয়েট) বাস্তবায়নে সকলে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য আইকিউএসিকে ধন্যবাদ জানান।
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, শুভেচ্ছা বক্তব্য ও র্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, তিনি গবেষণা নৈতিকতা, মানসম্মত প্রকাশনা, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের আধুনিক কৌশল এবং গবেষণা বাজেট ব্যবস্থাপনার কার্যকর ধাপ তুলে ধরেন। পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনার শেষ হয়।