রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) এবং সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ১৪ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরই সাথে শেষ হয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সময়। আজ রোববার প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ছয়টি প্যানেলের মধ্যে।

গতকাল শনিবার রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন। প্রত্যাহারকৃত প্রার্থীদের মধ্যে ভিপি পদে ২ জন, জিএস ১ জন, ক্রীড়া সম্পাদক ১ জন, মিডিয়া সহ-প্রকাশনা সম্পাদক ১ জন, সহ-পরিবেশ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক ২ জন, নারীবিষয়ক সম্পাদক ১ জন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক ১ জন, বিতর্ক সম্পাদক ১ জন, কার্যনির্বাহী সদস্য ১ জন এবং সিনেটে ৩ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ‘আজ বিকেল ৫টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় ছিল। ইতোমধ্যে সেই সময় শেষ হয়েছে। কেন্দ্রীয় সংসদে ১১ জন, সিনেট ছাত্র প্রতিনিধিতে ৩ জন সহ মোট ১৪ জন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের ইতোমধ্যে সব কার্যক্রম প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এই ধরণের দাবি কতটা যোক্তিক সেইটা বোঝাই যাচ্ছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এইটা মেনে নিয়ে তারা কী অবস্থায় পড়েছে সেইটাও আমরা দেখছি। তারপরেও যদি সেইটা নিয়ে কোনো আবেদন বা দাবি আমাদের কাছে আসে, সেটা নিয়ে আমরা বিবেচনা করবো।’

ক্যাম্পাসে আলোচনা আছে, ঘোষিত প্যানেলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ছয়টি প্যানেলের মধ্যে। ছাত্রশিবির–সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ‘রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ’, ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’ ও ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।

ক্যাম্পাসে আলোচনা আছে, ঘোষিত প্যানেলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে ছয়টি প্যানেলের মধ্যে। এই প্যানেলগুলোর শীর্ষ পদের মধ্যে ছাত্রশিবির–সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাখা ছাত্রশিবিরের বর্তমান সভাপতি মোস্তাকুর রহমান ওরফে জাহিদ। সাধারণ সম্পাদক পদে লড়বেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফজলে রাব্বি মো. ফাহিম রেজা ও সহসাধারণ সম্পাদক পদে লড়বেন ‘স্টুডেন্ট নেটওয়ার্ক সোচ্চারের’ সভাপতি এস এম সালমান সাব্বির।

ছাত্রদল মনোনীত প্যানেল থেকে ভিপি পদে লড়বেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি শেখ নূর উদ্দিন আবির, জিএস পদে দপ্তর সম্পাদক নাফিউল জীবন ও এজিএস পদে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন বিশ্বাস এষা লড়বেন।আধিপত্যবিরোধী ঐক্য প্যানেল থেকে সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব, সাধারণ সম্পাদক (জিএস) পদে সালাউদ্দিন আম্মার, সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে আকিল বিন তালেব।

গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে লড়বেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, সাধারণ সম্পাদক (জিএস) পদে ছাত্র ইউনিয়নের (একাংশ) কোষাধ্যক্ষ কাউছার আহম্মেদ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার।

রাকসু ফর র‌্যাডিক্যাল চেঞ্জ প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী মারুফ। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে উত্তরণ লেখক ও পাঠক সূতিকাগারের সাবেক সভাপতি আফরিন জাহান এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আল শাহরিয়ার শুভ প্রতিদ্বন্দ্বিতা করবেন। সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেলে ভিপি পদে লড়বেন সাবেক সমন্বয়ক তাসিন খান, সাধারণ সম্পাদক (জিএস) পদে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাজন আল আহমেদ ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে সাবেক সমন্বয়ক মাহাইর ইসলাম। তাসিন খান রাকসুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি প্রার্থী, যিনি একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিরা।