নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে প্রহসনের প্রতিবাদে ও ১৫ ডিসেম্বরের মধ্যে তা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। এ সময় ১৫ ডিসেম্বরর মধ্যে নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে বিশ্ববিদ্যালয়সমূহ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, ইবির সহায়ক কর্মচারী সমিতির সভাপতি শাহীনুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম। এছাড়া তৃতীয় শ্রেণির কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক অঞ্জনসহ অর্ধশতাধিক কর্মচারী মানববন্ধন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “আজ আমরা এখানে দাঁড়িয়েছি নবম পে-স্কেলের দাবিতে। বিগত ১১ বছর আমাদের কোন পে-স্কেল হয় নাই। বিগত ১৫ বছরে পে-স্কেল না থাকা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে। আমরা অন্তবর্তীকালীন সরকারকে জানাতে চাই পে-স্কেলের দাবি, আমাদের ভাতের দাবি। এই দাবি ১৫ ডিসেম্বরের মধ্যে আপনারা বাস্তবায়ন করবেন, আমাদের বৈষম্যবিহীন একটি পে-স্কেল উপহার দিয়ে যাবেন।”

বক্তারা আরও বলেন, “বাংলাদেশে পে-স্কেল ঘোষণা করার জন্য নির্বাচিত সরকার প্রয়োজন হয়। এই কথাটা এখন বলছেন। কিন্তু যখন পে-কমিশন গঠন করেছিলেন তখন কোথায় ছিলেন আপনারা? সারা বাংলাদেশের সকল কর্মকর্তা-কর্মচারীদের স্বপ্ন দেখালেন কেনো আপনারা? আপনারা যখন স্বপ্ন দেখিয়েছেন, তখন এই নবম পে-স্কেল আপনাদেরকেই বাস্তবায়ন করতে হবে। এটা শুধু আমাদের না, বাংলাদেশের সকল কর্মচারীর অধিকার এবং দাবি।”