জাতির শ্রেষ্ঠ সন্তান, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জুন) বাদ জুম্মা মীর মশাররফ হোসেন হল মসজিদে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠিত মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের বিষয়ে ৪৭ ব্যাচের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল গাফফার বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের গর্ব। তার শাসনামলে এদেশের জনগণ প্রকৃত মুক্তির স্বাদ পেয়েছিল। তার শাহাদাতবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি।

বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মো. রাজন মিয়া বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা ও উদারপন্থী রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন এদেশের প্রান্তিক জনগোষ্ঠীর আশা-ভরসার প্রতীক। তার মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।"

উল্লেখ্য, দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।