চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) জাকিয়া সরওয়ার লিমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মীর হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে মডারেটর ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সরকারি কলেজের প্রভাষক সাহেরা খান, সাথী তরফদার ও সানজিদা আক্তার।
শিক্ষাঙ্গন
চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্নীতি বিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতা মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition
