কক্সবাজারের উখিয়ায় অনিবন্ধিত শিক্ষা প্রতিষ্ঠান হলদিয়াপালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ শিক্ষার্থী চলমান এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি। শিক্ষক ও পরিচালনা কমিটির প্রতারণার কারণে এসব শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিতে পারেনি বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত কথিত প্রধান শিক্ষককে।
গতকাল ১০ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে সারা দেশে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি)। তার অংশ হিসেবে কক্সবাজার জেলায় অংশ নিয়েছে ২৯ হাজার ৭৯ জন। তবে উখিয়া উপজেলার হলদিয়া পালং আদর্শ বিদ্যাপীঠের ১৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি।
শিক্ষার্থীদের অভিযোগ-তাদের বিদ্যালয় থেকে ১৩ জন শিক্ষার্থী এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা থাকলেও তাদের রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর নেওয়া হয়নি। তারা জানেন না, তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে কিনা। শিক্ষকরা গত তিন দিন আগে থেকে প্রবেশপত্র দেওয়ার কথা বলে বারবার কালক্ষেপন করছিলেন। কিন্তু শেষ সময় পর্যন্ত তারা প্রবেশপত্র সরবরাহ করতে পারেনি। যার কারণে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা পরীক্ষায় বসতে পারেনি এই ১৩ শিক্ষার্থী।
এদিকে, এই ১৩ শিক্ষার্থীর সাথে প্রতারণার ঘটনায় স্থানীয় সচেতন মহল সহ অভিভাবকরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানালে ইউএনও নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল থেকে কথিত প্রধান শিক্ষক মো. ইউসুফকে আটক করে নিয়ে যায় উখিয়া থানা পুলিশ। এছাড়াও ঘটনার সাথে জড়িত অপরাপর দুস্কৃতিকারীদেরও আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে বলে প্রতিবেদককে নিশ্চিত করেছে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হোসেন চৌধুরী।